
ছবি: সংগৃহীত
তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সিরাজগঞ্জের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
দেশের ৬টি মেরিন ইনিস্টিউটের সাথে একাত্বতা পোষণ করে সোমবার সকালে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য অনূর্ধ্ব ছয় মাসের প্রি-সি ট্রেনিংয়ের মাধ্যমে ক্যাডেট সিডিসি প্রদান, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগের উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু এবং প্রশিক্ষণের মান উন্নতকরণসহ তিন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। দাবি আদায় না হলে পর্যায়ক্রমে আন্দোলনের কর্মসূচি আরো বাড়ানো হবে বলে জানায় ছাত্ররা।
এদিকে ছাত্রদের এ আন্দোলনকে যৌক্তিক বলছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরাও।
এএইচএ