
রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোর্পদ করেছে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। গ্রেফতারকৃত রায়হানুল ইসলাম রায়হান চট্রগ্রাম মহানগর উত্তর জেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সোমবার (১৯ মে) বিকালে রাজধানীর ইস্টার্নপ্লাজার একটি দোকান থেকে তাকে হাতেনাতে ধরেন নেতাকর্মীরা। পরে গনধোলাই দিয়ে তাকে নিউমার্কেট থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
জানা যায়, আটককৃত রায়হান দীর্ঘদিন ধরেই দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে আসছিলেন। এছাড়াও গোপনে আশেপাশের নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমে নিয়মিত অংশ নিতেন তিনি।
অভিযানে অংশ নেওয়া ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য শেখ পারভেজ মোসারফ বলেন, আমরা জানতে পারি চট্টগ্রাম মহানগরের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গোপনে থেকে কার্যক্রম চালাচ্ছেন। পরে, আমরা ও ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাকে হাতেনাতে ধরি আর সাথে সাথে পুলিশের হাত তুলে দিই। যেহেতু, বর্তমানে ছাত্রলীগ নিষিদ্ধ একটি সংগঠন তাই দেশের স্বার্থে আমরা ঢাকা কলেজ ছাত্রদল সবসময় সচেতন আছি, ভবিষ্যতেও থাকবো।
অভিযানে অংশ নেওয়া ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সাগর খান বলেন, আমরা গোপনে জানতে পারি চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা ইস্টার্ন প্লাজায় আছে এবং সে নিয়মিত ছাত্রলীগের গোপন মিটিংয়েও থাকে। পরে তার ফেসবুক আইডি হাতে পেয়ে দেখি সে দেশে অরাজকতা করা নিয়মিত নিষিদ্ধ ছাত্রলীগের হয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে জনমনে। পরে পুলিশকে খবর দিয়ে আমরা তাদের হাতে তুলে দিই।
এ বিষয়ে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো: আশরাফ বলেন, ছাত্ররা আমাদেরকে খবর দিলে আমরা ঘটনাস্থলে আসি। আসামী থানায় নেব, এরপর আমরা প্রমাণের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
রিফাত