ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

আমরা কি আবার দিল্লির ছকে পড়তে যাচ্ছি?: ব্যারিস্টার ফুয়াদ

কালিদাস রায়, নাটোর জেলা।

প্রকাশিত: ১৯:১৬, ২৪ মে ২০২৫; আপডেট: ১৯:১৭, ২৪ মে ২০২৫

আমরা কি আবার দিল্লির ছকে পড়তে যাচ্ছি?: ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আমরা কি আবার দিল্লির ছকে পড়তে যাচ্ছি? ১৪০০ শহীদের জীবনের বিনিময়ে এই দিল্লির গোলামী থেকেই তো আমরা মুক্তি হয়েছি। বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে। মঈনউদ্দিনরা মিলে প্রণব মূখার্জির দরবারে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বিক্রির চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, আমরা সকল বাহিনীকে বলছি, আপনারা পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন। দেশের স্বার্থে কোনটা প্রয়োজন আর কোন প্রয়োজন নেই তা প্রধান উপদেষ্টার সঙ্গে বসে সিদ্ধান্ত নিবেন। 

শনিবার (২৪ মে) দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ১লা জানুয়ারি থেকে নির্বাচিত সরকার দেখতে পাওয়ার আপনি কে? এটা রাজনৈতিক দল, ব্যক্তি, জনগণ বলতে পারে। কিন্তু কোনো বাহিনীর পুলিশ, র‍্যাব বলতে পারে না। আপনাকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষা কথা বলতে হবে। কার বক্তব্যে কে বলছে। আমরা কি আবার দিল্লি ছকে পড়তে যাচ্ছি?

তিনি বলেন, চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা ২৪'র গণঅভ্যুত্থানে ভেবেছিলাম, দেশের রাজনৈতিক নেতারা এখান থেকে শিখবেন। পরবর্তীতে সে ভাবে তিনি কাজ করবেন। না শেখাটা হবে আওয়ামী লীগের মতো। হাটে-বাজারে চাঁদাবাজি এসব বাংলাদেশে থাকবে না। গত ১৭-১৮ বছর আমাদের রাজনৈতিক নেতাদের ডাকে মানুষ নামে নাই। ছাত্র-জনতার ডাকে মানুষ জীবন দিয়েছে। এসব কিছু পরিবর্তন করতে না পারলে আমরা সব নাই হয়ে যাব।

এবি পার্টির নাটোর জেলার আহবায়ক মো. শাহ্ আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলসহ স্থানীয় নেতৃৃবৃন্দ।

রিফাত

×