ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ডিসেম্বরে নির্বাচনের আশ্বাস পায়নি বিএনপি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৩১, ২৪ মে ২০২৫

ডিসেম্বরে নির্বাচনের আশ্বাস পায়নি বিএনপি

ছবি: সংগৃহীত।

ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানালেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছ থেকে এ বিষয়ে কোনো আশ্বাস পায়নি বিএনপি। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ‘যমুনা’ বাসভবনে প্রায় ৫০ মিনিটব্যাপী অনুষ্ঠিত বৈঠক শেষে বিএনপির শীর্ষ নেতারা এ কথা জানান।

বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা আলোচনায় নির্বাচনের রোডম্যাপ দ্রুত প্রণয়নের কথা বলেছি। আমরা স্পষ্ট করে দিয়েছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে। বাংলাদেশের জনগণও মনে করে এই সরকারের মূল দায়িত্ব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “যেকোনো অজুহাতে যদি নির্বাচন বিলম্বিত করা হয়, তাহলে দেশে আবার স্বৈরাচার ফেরার আশঙ্কা তৈরি হবে, যার দায়ভার বর্তমান সরকার ও সংশ্লিষ্টদের ওপরই বর্তাবে।”

বিএনপির প্রতিনিধি দলের অপর সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের কোনো নির্দিষ্ট আশ্বাস দেননি। আমরা আমাদের দাবিগুলো লিখিতভাবে জানিয়েছি। হয়তো তারা পরে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাবেন।”

বৈঠকে আলোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, “এখনই প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই। সরকারপক্ষের বক্তব্যের পর আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো।”

খন্দকার মোশাররফ বলেন, “আমাদের আলোচনায় তিনটি বিষয় উঠে এসেছে—সংস্কার, বিচার ও নির্বাচন। আমরা বলেছি, এই তিনটি বিষয় পরস্পরের সঙ্গে সংযুক্ত নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেটি ঐক্যমত্যের ভিত্তিতে চালিয়ে নেওয়া সম্ভব। ভবিষ্যতে যদি জনগণ আমাদের ক্ষমতায় আনে, আমরা সংস্কার বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবো।”

বিএনপির পক্ষ থেকে বিতর্কিত তিন উপদেষ্টার—দুই ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা—পদত্যাগের দাবিও জানানো হয়েছে। সালাহউদ্দিন বলেন, “তাদের কর্মকাণ্ড সরকারের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ করছে। তাই আমরা লিখিতভাবে তাদের অপসারণের বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছি।”

গুজব ও বিভ্রান্তি প্রসঙ্গে মোশাররফ বলেন, “বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি। বরং প্রথম দিন থেকেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছি।”

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী। সরকারপক্ষের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ড. আলী রীয়াজ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সজীব ভূঁইয়া।

নুসরাত

×