
ছবিঃ সংগৃহীত
সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে ডুবে যাচ্ছে মানিকগঞ্জ পৌর এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ জয়রা সড়ক। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে জয়রা, উকিয়ারা, বাইচাইল ও গড়পাড়া যাওয়ার পথে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ সড়কে দীর্ঘদিন ধরেই চরম জলাবদ্ধতা বিরাজ করছে। বৃষ্টি থাক বা না থাক, বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন সড়কে পানি জমে থাকাটা যেন নিয়মে পরিণত হয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
শনিবার (২৪ মে) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসস্ট্যান্ড থেকে জয়রা ও বাইচাইল পর্যন্ত সড়কের একাধিক অংশে হাঁটু পরিমাণ পানি জমে রয়েছে। ভারী যানবাহন চলাচল না করলেও রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেটকারসহ নানা ধরনের হালকা যানবাহনে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। অথচ কাদা-পানিতে মিশে থাকা এই সড়ক দিয়ে চলাফেরা করতে গিয়ে নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন চারটি এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা আজাদ বলেন, “আমরা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও বরাবরই অবহেলিত। বছরের অধিকাংশ সময়ই এই সড়কে জলাবদ্ধতা থাকে। শিশু থেকে বৃদ্ধ—সবাইকে প্রতিদিন পানির মধ্যে দিয়েই চলতে হয়। অথচ আমরা প্রথম শ্রেণির পৌরসভার নাগরিক।”
রিকশাচালক জব্বার মিয়া বলেন, “এই রাস্তায় পানি থাকায় প্রতিনিয়ত মটর, পাওয়ার সব নষ্ট হয়। গাড়িতে রিং ধরে, জং ধরে—চালাতে কষ্ট হয়।”
অন্য এক স্থানীয় রাইসুল খান জানান, “বর্ষা হোক বা না হোক, এই সড়কে পানি থাকেই। আশপাশের বাড়িগুলোর পানি রাস্তায় ছেড়ে দেওয়া হয়, আর মূল বিশ্বরোডের পানি এসে এখান দিয়েই যায়। সঠিক নালা বা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই ভোগান্তি চলছে।”
এ বিষয়ে মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক সানজিদা জেসমিনের বলেন, ইতিমধ্যেই একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। খুব শীঘ্রই বাস্তবায়ন হবে।
আলীম