ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

মৌলভীবাজারে দোকান ভেঙে নগদ টাকাসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল চুরি

সৈয়দ হুমায়েদ শাহীন, নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:১২, ২৪ মে ২০২৫

মৌলভীবাজারে দোকান ভেঙে নগদ টাকাসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল চুরি

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজার শহরের টি এস প্লাাজায় দুটি মোবাইল দোকানে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে চোরেরা নগদ টাকাসহ প্রায় ৪৬ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার (২৪ মে) ভোরে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ চোর চক্র শহরের কুসুমবাগ এলাকার টি এস প্লাজা মাকের্কেটের তালা ভাঙ্গে এ ঘটনাটি ঘটায়।

চুরি হওয়া দোকান গুলো হল, দেলোয়ার টেলিকম, স্বত্তাধিকারে দেলোয়ার হোসেনের ডিলার ঠওঠঙ মোবাইল কোম্পানির  নগদ টাকা ১ লক্ষ ২১ হাজার টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট যার মূল্য ২৫ লক্ষ টাকার এবং গ্যালাক্সি শপ ডিলার ঙচচঙ কোম্পানি স্বত্তাধিকারী শাহাদত মিয়ার বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট যার মূল্য ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

টি এস প্লাজার ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান দীর্ঘদিন যাবত এ মার্কেটের মালিকানা নিয়ে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছে। গত কয়েদিন আগে মালিক এর এক পক্ষ এসে ২০/২৫ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের মার্কেটের দোকানের তালা ভেঙ্গে ফেলে এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ করলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি ।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান সকালে আমরা খবর পেয়ে আমাদের একজন অফিসার পাঠিয়েছি এ ব্যাপারে আইন অনুব্যবস্থা নেওয়া হবে।
 

আলীম

×