
ছবি: সংগৃহীত
নিজেদের নারী বিদ্বেষী ভাবনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে হেফাজতে ইসলাম স্পষ্ট বার্তা দিয়েছে—তারা নারীদের ইসলামী অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসলাম নারীদের যে সম্মান ও অধিকার দিয়েছে, তা বিশ্বের কোনো মতবাদ বা তন্ত্র দিতে পারেনি।
বিবৃতিতে বলা হয়, “আমরা নারীর ন্যায্য অধিকার চাই। ইসলামের দৃষ্টিতে নারীদের যেসব অধিকার রয়েছে, সেগুলোই আমরা বাস্তবায়ন করতে চাই। নারীরা আমাদের মা, বোন, মেয়ে ও জীবনসঙ্গী—তাদের প্রত্যেকের রয়েছে সম্মানজনক পৃথক মর্যাদা। ইনশাআল্লাহ, এসব অধিকার আমরা বিভিন্ন সেমিনারে তুলে ধরব।”
হেফাজতে ইসলাম দাবি করে, ইসলাম কখনো নারীকে অবমূল্যায়ন করেনি বরং যথাযথ মর্যাদায় অভিষিক্ত করেছে। তারা সাংবাদিকদের এসব বার্তা প্রচার করতে অনুরোধ জানায় এবং দেশের নারীদের উদ্দেশে বলে, “আমরা নারী বিদ্বেষী নই, আমরা নারীদের পক্ষেই কথা বলি।”
তবে সংগঠনটি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানায়, “নাস্তিক্যবাদীরা যারা নারীদের ভোগের বস্তুতে পরিণত করতে চায়, তারা আসলে নারীবিদ্বেষী। কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন বা বিধান বাংলার মাটিতে মেনে নেওয়া হবে না। যদি এমন কিছু করা হয়, হেফাজতে ইসলাম তা রক্ত দিয়ে হলেও প্রতিহত করবে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=JLjb4ZxrYw8
এএইচএ