
ছবি: সংগৃহীত
বর্তমানে বিএস বা বিআরএস রেকর্ডে জমির পরিমাণ কম আসা, হিসাবের গড়মিল, নাম বা দাগ নম্বরে ভুল কিংবা জমির শ্রেণী নির্ধারণে ত্রুটি—এসব কারণে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এমন পরিস্থিতিতে দেওয়ানী আদালতে মামলা না করেই রেকর্ড সংশোধনের উপায় সম্পর্কে সম্প্রতি এক ভিডিও বার্তায় বিস্তারিত তথ্য দিয়েছেন আইনজীবী তৌফিক।
ভিডিওটিতে তিনি বলেন, অনেক সময় বিএস বা বিআরএস রেকর্ডে জমির দাগ, পরিমাণ, মালিকের নাম কিংবা ভোটার আইডি কার্ড অনুযায়ী তথ্য না মেলায় মালিকানা প্রমাণে সমস্যা দেখা দেয়। তবে এসব ভুল সহজেই সংশোধনযোগ্য।
কীভাবে করবেন সংশোধন?
আইনজীবী তৌফিক বলেন, ‘আপনাকে প্রথমে উপজেলা ভূমি অফিসে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি আবেদন করতে হবে। আবেদনটি ১৫০ ধারা অনুযায়ী বিবেচিত হবে। আপনার জমা দেওয়া কাগজপত্র যাচাই করে ভূমি কর্মকর্তা শুনানির জন্য একটি দিন নির্ধারণ করবেন।’
শুনানিতে যদি সমস্ত কাগজপত্র সঠিক থাকে, তবে রেকর্ড সংশোধন করে নতুন খতিয়ান ইস্যু করা হবে।
খরচ ও সময়
এই প্রক্রিয়ায় সর্বোচ্চ ১১০০ টাকা খরচ হতে পারে, জানিয়েছেন আইনজীবী তৌফিক। আদালতে না গিয়েই কেবল উপজেলা ভূমি অফিসের মাধ্যমেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।
সূত্র: https://www.youtube.com/watch?v=TGZOvj8ZltM
রাকিব