ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ফুলে ফুলে সুশোভিত গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ

হাসান মাহমুদ শুভ, কন্ট্রিবিউটিং রিপোর্টিং, গাজীপুর

প্রকাশিত: ১৫:৫৮, ২৩ মে ২০২৫; আপডেট: ১৬:০৩, ২৩ মে ২০২৫

ফুলে ফুলে সুশোভিত গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ

ছবি: জনকণ্ঠ

গ্রীষ্মের তপ্ত রোদের দ্রোহ-বিদ্রোহে জনজীবন যখন হাঁসফাঁস করছে,তখনই নানা বর্ণে, রঙে রঙিন মাত্রায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ক্যাম্পাসে। গ্রীষ্মের কাঠফাটা রোদ্দুরে কৃষ্ণচূড়া,কনকচূড়া, রাধাচূড়াসহ বাহারি রঙের ফুলে বর্ণিল রূপে সেজেছে পুরো ক্যাম্পাস। এসব ফুলের চোখ ধাঁধানো সৌন্দর্য যেন হার মানায় ঋতুরাজকেও।ফুলে ফুলে সজ্জিত ক্যাম্পাস যেন শিল্পীর রং তুলিতে আঁকা নয়ন জুড়ানো কোনো ছবি। শিল্পীর ভাষায়, ‘এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে, চোখে-চোখ হাতে-হাত, কথাই যেত হারিয়ে।’ চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা সামলিয়ে প্রিয়তমার হাতে হাত রেখে, চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার সুযোগ মেলা বড্ড কঠিন।


লেকচার ক্লাস, আইটেম, কার্ড, টার্ম, ওয়ার্ড শেষে ক্লান্ত মন যখন একটু প্রশান্তির খোঁজে তখন এই কৃষ্ণচূড়া, কনকচূড়া, রাধাচূড়া আর হিজল গাছের ছায়ায় দাঁড়িয়ে ক্লান্তিকে বিসর্জনের প্রয়াস। ক্লাস কিংবা ওয়ার্ডের ফাঁকে দেখে মিলে প্রকৃতিপ্রেমী শিক্ষার্থীদের। একটু সময় পেলেই শিক্ষার্থীদের ছুটে চলা জানান দেয় প্রকৃতির সাথে সখ্যতার গভীরতা। মেইন গেইট থেকে অ্যাকাডেমিক বিল্ডিং, অ্যাকাডেমিক বিল্ডিং থেকে হসপিটাল বিল্ডিং, হসপিটাল বিল্ডিং থেকে ক্যান্টিন, তারপর হাতের ডানদিক হয়ে নান্দনিক অডিটোরিয়াম প্রাঙ্গণ সবকিছু যেন ফুলের স্বর্গপূরী। ক্যান্টিন থেকে অডিটোরিয়াম যাওয়ার পথের দুপাশ জুড়ে  সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ফুটেছে রক্তিম ফুল। এ যেন শিক্ষার্থীদের মন ও মনন শীতল করার জন্য আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে ক্যাম্পাস জুড়ে।


দূরদূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন বহু প্রকৃতিপ্রেমী। অ্যাকাডেমিক কার্যক্রম এবং হসপিটালের সেবা কার্যক্রম একই  জায়গায় হওয়ায়, অসুস্থ মনে একটু আনন্দের ছোঁয়া নিতে ক্যাম্পাসে ঘুরে-বেরোয় রোগীরা।ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রাণ খুলে হাসছে প্রকৃতি, প্রকৃতির নির্মল আলিঙ্গনে সুস্থ হয়ে হাসিমুখে বাসায় ফিরছে  রোগীরা।

সাব্বির

×