ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

পাহাড়ে বিগত সরকারের বরাদ্দের সিকিভাগও বাস্তবায়ন হলে গরিব থাকতো না মানুষ: সুপ্রদীপ চাকমা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

প্রকাশিত: ১৮:০৪, ২৩ মে ২০২৫; আপডেট: ১৮:০৫, ২৩ মে ২০২৫

পাহাড়ে বিগত সরকারের বরাদ্দের সিকিভাগও বাস্তবায়ন হলে গরিব থাকতো না মানুষ: সুপ্রদীপ চাকমা

ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, উন্নয়ন শুধু জেলা সদরে সীমাবদ্ধ না রেখে পাহাড়ের প্রত্যন্ত উপজেলা পর্যন্ত পৌঁছাতে হবে। তিনি বলেন, "নিজেদের ব্যক্তিগত সন্তুষ্টির চেয়ে এক হাজার কৃষক পরিবারকে দারিদ্র্যমুক্ত করার মধ্যে যে আনন্দ, সেটাই আমাদের উপভোগ করা উচিত।"

শুক্রবার রাঙামাটি জেলা পরিষদের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) সংক্রান্ত দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে তিন পার্বত্য জেলায় যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছিল, তার অল্প অংশও যদি যথাযথভাবে বাস্তবায়ন হতো, তবে এখানকার মানুষকে আর গরিব থাকতে হতো না। তিনি উন্নয়ন কাজের সুষ্ঠু মনিটরিং নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কেবিনেটের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, "পার্বত্য চট্টগ্রামে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে হবে। কোটা সুবিধা না থাকায় এখন প্রতিযোগিতামূলক মূল ধারার সঙ্গে তাল মেলাতে হলে শিক্ষার মান উন্নত করতে হবে।" পাশাপাশি নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে জীবিকায়নের সুযোগ তৈরি করা হবে।"

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক বলেন, "সরকার জনগণের সেবা নিশ্চিত করতে জিআরএস পদ্ধতি চালু করেছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দক্ষতা বৃদ্ধির জন্যই এই কর্মশালা আয়োজন করা হয়েছে।" তিনি জানান, এখানে সিটিজেন চার্টার, তথ্য অধিকার, অভিযোগ ব্যবস্থাপনা ও কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত বিষয় আলোচিত হচ্ছে।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম। আলোচনায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা, যুগ্ম সচিব কঙ্কন চাকমা ও অতুল সরকার। ধন্যবাদ জ্ঞাপন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।

কর্মশালার সমাপনী দিন আগামীকাল ২৪ মে অনুষ্ঠিত হবে, যেখানে এসডিজি স্থানীয়করণ, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার উদ্দেশ্য ও ‘জিআরএস সফটওয়্যার’ সংক্রান্ত তাত্ত্বিক ও প্রয়োগিক আলোচনা অনুষ্ঠিত হবে। 

আসিফ

×