
ছবি: দৈনিক জনকন্ঠ।
বাউফলের কালাইয়া বন্দরের নুরবাগ এলাকায় রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি না বসানোর দাবিতে মানববন্ধন করেছে ওই এলাকার ১৩টি পরিবারের ২শত মানুষ ।
আজ শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তারা ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, “আমরা ১৩টি পরিবারের প্রায় ২শত মানুষের একমাত্র পথ এটি। এই পথ দিয়ে আমরা ৩০ বছর ধরে চলাচল করে আসছি। স্থানীয় বিদ্যুৎ বিভাগ আমাদের চলাচলের পথে খাম্বা বসানোর জন্য বড় বড় গর্ত খনন করেছেন। রাস্তায় যদি খুঁটি বাসানো হয় তাহলে আমাদের যাতায়াত বিঘ্নিত হবে। তাছাড়া বিকল্প চলার জন্য আর কোন রাস্তা নেই।”
স্থানীয় বাসিন্দা মো. রিয়াজ পঞ্চায়েত বলেন, “চলাচলের পথ বন্ধ করে কোনো ভাবেই ২শতাধিক মানুষকে জিম্মি করা যাবে না। আমরা চাই একটি সুন্দর সুষ্ঠু সমাধান। ইউএনও মহোদয়ের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে এই সমাধান করা সম্ভব।”
এ বিষয়ে ইউএনও মো. আমিনুল ইসলাম বলেন, “উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।”
মিরাজ খান