
ছবিঃ সংগৃহীত
মেটা প্ল্যাটফর্মস ইনক. (NASDAQ: META)–এর সিইও মার্ক জাকারবার্গ একবার জো রোগান পডকাস্টের (এপিসোড 2255) একটি পর্বে অ্যাপল ইনক. (NASDAQ: AAPL)–এর এয়ারপডের একচেটিয়া প্রোটোকলের সমালোচনা করেন। তিনি বলেন, এই প্রোটোকলটি শুধুমাত্র আইফোনে ব্যবহারযোগ্য এবং এটি প্রতিযোগীদের জন্য বড় বাধা।
তিনি বলেন, অ্যাপল প্রাইভেসি ও সিকিউরিটির দোহাই দিয়ে এই প্রযুক্তি অন্যদের সঙ্গে শেয়ার করে না, অথচ এটি প্রকৃতপক্ষে নিরাপদ নয়। বরং, অ্যাপল ইচ্ছাকৃতভাবে এতে নিরাপত্তা না দিয়ে একচেটিয়াভাবে এটি নিজেদের জন্য রেখেছে।
মেটা সিইও জানান, এই সমস্যার কারণে রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসকে আইফোনের সঙ্গে যুক্ত করতে মেটাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। তিনি বলেন, "তারা যে প্রোটোকলটি ব্যবহার করেছে, সেটাতে কোনো এনক্রিপশনই নেই," এবং অ্যাপল বলেছে, এটি তৃতীয় পক্ষকে দিতে পারবে না কারণ এটি নিরাপদ নয়। জাকারবার্গ এর জবাবে বলেন, "এটা নিরাপদ নয় কারণ তোমরা কোনো সিকিউরিটি তৈরি করো নি।"
তিনি আরও বলেন, অ্যাপলের উচিত ব্যবহারকারীদের সুবিধা এবং উদ্ভাবনকে অগ্রাধিকার দেওয়া, যাতে তৃতীয় পক্ষের ডিভাইসগুলোও সহজে সংযুক্ত হতে পারে। এটি একটি প্রতিযোগিতামূলক এবং ভোক্তাবান্ধব প্রযুক্তি পরিবেশ গঠনে সহায়তা করবে।
মেটা এবং অ্যাপল বর্তমানে স্মার্ট গ্লাসের বাজারে সরাসরি প্রতিযোগিতায় লিপ্ত। এপ্রিল ২০২৫–এ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মেটা $১,০০০ মূল্যের নতুন স্মার্ট গ্লাস বাজারে আনতে যাচ্ছে, যাতে থাকবে বিল্ট-ইন স্ক্রিন এবং হ্যান্ড-জেসচার কন্ট্রোল।
অন্যদিকে মে ২০২৫–এ প্রকাশিত এক রিপোর্টে জানা যায়, অ্যাপলও মেটার রে-ব্যান গ্লাসের সঙ্গে পাল্লা দিতে নিজস্ব চিপ উন্নয়ন করছে। এ সকল ঘটনা প্রযুক্তি খাতে ন্যায্য প্রতিযোগিতার প্রয়োজনীয়তাকে সামনে এনে দিয়েছে।
সূত্রঃ Yahoo!Finance
নোভা