ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রামগঞ্জে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শাহে ইমরান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, রামগঞ্জ, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৪:০৬, ২৫ মে ২০২৫

রামগঞ্জে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোলাকোট ও ভাটরা ইউনিয়নের তিনটি স্থানে ১০টিরও বেশি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে শাকতলা প্রাইমারি স্কুলের সামনের এলাকা (ভোলাকোট ইউনিয়ন), পানিয়ালা বাজার ও দল্টা বাজার (ভাটরা ইউনিয়ন) এলাকায় অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি), রামগঞ্জ। 

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, “খালের ওপর অবৈধভাবে নির্মিত দোকানপাট শুধু পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে না, বরং পরিবেশ ও জনস্বার্থেরও ক্ষতি করছে। এ ধরনের অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। এসব প্রতিবন্ধকতার কারণে ২০২৪ এর বন্যায় পানি প্রবাহে বাধা পেয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খালের স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখা ও সরকারি জমি দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা অপসারণে এই অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

নোভা

×