
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী লাকী আক্তারকে শ্বাসরোধে হত্যার পর দুই সন্তকে নিয়ে পালিয়ে যাওয়া স্বামী শহীদুল ইসলাম ওরফে কসাই শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (২৪ মে) রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পিবিআই কার্যলয়ে সম্মেলন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার পুলিশ সুপার মোস্তফা কামাল রাসেদ।
তিনি জানান, ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর ফজলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন (৪০) গত ১৯ মে তার স্ত্রী লাকী আক্তার (২৫) কে নির্যাতন চালিয়ে হত্যা করে পালিয়ে যায় কসাই শিপন। এ ঘটনায় নিহতের মা সানিয়া আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তের দায়িত্ব পেয়ে পিবিআই গোপন তথ্যের মাধ্যমে শনিবার রাতে ডিএমপি ঢাকার কোতয়ালী থানার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কসাই শিপন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তসাখালী এলাকার মো: জালাল ভান্ডারীর পুত্র। সে দাপা ইদ্রাকপুর এলাকার ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। পিবিআই পুলিশ সুপার আরো জানান, নারায়ণগঞ্জকে অপরাধ মুক্ত করতে তাদের কায্যক্রম অব্যাহত থাকবে।
সায়মা