ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

বিপ্লব ঘোষ, দোহার-নবাবগঞ্জ (ঢাকা).

প্রকাশিত: ১৭:৩৮, ২৫ মে ২০২৫

নবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

ঢাকার নবাবগঞ্জে সুরুজ দেওয়ান নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৪ মে) দিবাগত রাতে উপজেলা যন্ত্রাইল ইউনিয়ন ছোট গোবিন্দপুর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত সুরুজ দেওয়ান ছোট গোবিন্দপুর গ্রামের আক্কাস দেওয়ানের ছেলে। এছাড়া তিনি যন্ত্রাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপালন করেন।

পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এসএম আরিফুল ইসলাম বাদি হয়ে গত বছর ২১ সেপ্টেম্বর ২৩৩ জনের নামসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করে নবাবগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুরুজ দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম গ্রেফতার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা সুরুজকে ৭ দিনের রিমান্ড চেয়ে আজ (রবিবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সায়মা

×