ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

টঙ্গীর রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন 

নূরুল ইসলাম তালুকদার টঙ্গী।।

প্রকাশিত: ১৪:০২, ২৫ মে ২০২৫

টঙ্গীর রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন 

টঙ্গী টিএন্ডটি বাজারে বিএনপির সাবেক কাউন্সিলর দুলাল হোসেনের মালিকানাধীন কস্তুরি হোটেলে তার দুই ছেলের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মানববন্ধনে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

গত ২০ মে রাতে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএন্ডটি বাজারে ৪৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল হোসেনের মালিকানাধীন কস্তুরী হোটেলে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলায় তার দুই ছেলে শফিকুল ইসলাম শুভ (২৯) ও শহিদুল ইসলাম শান্ত (২৪) কে কুপিয়ে গুরুতর জখম করে। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির নেতা সরকার শাহানূর ইসলাম রনি। আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রহিম কালা, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল প্রমুখ ।

ঘটনার রাতে হোটেলের দুই কর্মচারী শহিদুল ও তারেকের সঙ্গে কয়েক দুর্বৃত্তের কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা বহিরাগত ১০/১৫ জন সহযোগীকে ডেকে নিয়ে এসে হোটেলে ভাঙচুর চালায় এবং হোটেল মালিকের দুই ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করে।

প্রতিবাদ সভায় বক্তারা হোটেল কস্তুরীতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। হামলায় আহত শফিকুল ইসলাম শুভ ও শহিদুল ইসলাম শান্তর দ্রুত সুস্থতা কামনা করা হয়।

সজিব

×