ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজবাড়ীতে কোরবানির জন্য প্রস্তুত ৯০ হাজার পশু

শহিদুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত: ১৪:২০, ২৫ মে ২০২৫

রাজবাড়ীতে কোরবানির জন্য প্রস্তুত ৯০ হাজার পশু

ছবিঃ সংগৃহীত

কোরবানির ঈদ আর বেশি দিন নেই। রাজবাড়ীর খামারগুলোতে এখনো জমে ওঠেনি বেচাকেনা। ফলে গরু, ছাগল রয়েছে খামারেই। চলছে শেষ সময়ের যত্ন ও পরিচর্যা। এবার রাজবাড়ী জেলায় ২৬ হাজার গরু এবং ৬৩ হাজার ছাগল ও ভেড়া কোরবানির জন্য মোটাতাজা করা হয়েছে। যা জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাতেও সরবরাহ করা সম্ভব হবে। তবে বড় গরুর চাহিদা তুলনামূলক কম থাকায় বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা। খামারিরা বলছেন, খাবারের দাম বৃদ্ধির কারণে খরচ বেড়েছে কয়েকগুণ। বাজারের সঙ্গে দামের সমন্বয় না হলে লোকসান এড়ানো সম্ভব নয়। একই সাথে দেশের বাইরে থেকে যেন গরু না আসে সেটার জন্যও সরকারের কাছে অনুরোধ জানান তারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, “প্রতিটি খামার নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করা হয়েছে। তবে বাজারে দাম না পেলে আগামী বছর পশু উৎপাদনে প্রভাব পড়বে।"

রাজবাড়ীর প্রায় ছয় হাজার ছোট-বড় খামারে এসব পশু মোটাতাজা করা হয়েছে। যা জেলার চাহিদার প্রায় দ্বিগুণ। তবে বাজার পরিস্থিতি অনুকূলে না থাকলে শঙ্কায় পড়বেন চাষিরা।

মুমু

×