ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলনে মোস্তাক সভাপতি কমল সম্পাদক নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ২০:০৪, ২৫ মে ২০২৫

বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলনে মোস্তাক সভাপতি কমল সম্পাদক নির্বাচিত

বিএনপির বারহাট্টা উপজেলা (নেত্রকোনা) শাখার দ্বিবার্ষিক সম্মেলনে মোস্তাক আহমদ সভাপতি ও আশিক আহমদ কমল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলা সদরের অডিটোরিয়ামে কাউন্সিলরদের সরাসরি ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোস্তাক আহমদ সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন। আর আশিক আহমদ কমল ছিলেন সদস্যসচিব। দীর্ঘ ১১ বছর পর এ সম্মেলন হয় বলে জানান দলটির নেতাকর্মীরা।  


কাউন্সিল অধিবেশনের আগে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। মোস্তাক আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন: ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। 


প্রধান অতিথির বক্তৃতায় হাবিব-উন নবী খান সোহেল বলেন, বিএনপি না থাকলে এতদিনে নেপালের মতো ভারতের রুপি নিয়ে বাজার করতে হতো। টিপাইমুখ বাধের প্রতিবাদ জিয়ার সৈনিকেরাই করেছিলো। টিপাইমুখের বাঁধ নির্মাণের প্রতিবাদের কারণেই ইলিয়াস আলীর সন্তান আজ তার পিতাকে খুঁজে পায় না। তার স্ত্রী তার স্বামীকে খুঁজে পায় না। তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ চেয়েছি। আমরা চাই জনগণের জন্য কাজ করার পরিবেশ। আর চাই সুষ্ঠু নির্বাচন।

সায়মা

×