
ছবি : জনকণ্ঠ
সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে ফের ৩২ জনকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। তিনি জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হয়। তখনই দেখা যায়, ঘন জঙ্গল ও বিলপথ ব্যবহার করে ভারতীয় সীমান্ত থেকে দলবদ্ধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে।
বিজিবি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সবার হেফাজত নেয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হয় যে তারা বাংলাদেশি নাগরিক। পরে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, এই ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং এখন বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, বিজিবির কাছ থেকে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩২ জনকে হস্তান্তর করা হয়েছে। নয়াগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করা হয়। তবে এখনও সবার পরিচয় শনাক্ত হয়নি, সনাক্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে, ২৪ মে সিলেটের কানাইঘাট সীমান্তের লোভাছড়া এলাকা দিয়ে নারী-শিশুসহ ২১ জন এবং ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ-ব্যাক করেছিল বিএসএফ।
পরবর্তীতে তাদের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হলে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
সানজানা