ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

তীব্র জনবল সংকটে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তিতে রোগীরা

আব্দুল কাইয়ুম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, বগুড়া

প্রকাশিত: ২০:১৭, ২৫ মে ২০২৫; আপডেট: ২০:১৮, ২৫ মে ২০২৫

তীব্র জনবল সংকটে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তিতে রোগীরা

ছবিঃ সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তীব্র জনবল সংকটে ভুগছে। ৩১ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটিতে ১০৯টি অনুমোদিত পদের মধ্যে ৬২টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

প্রতিদিন গড়ে চার শতাধীকেরও অধিক রোগী এখানে চিকিৎসা নিতে আসলেও পর্যাপ্ত জনবল না থাকায় তারা চরম দুর্ভোগে পড়ছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, মেকানিক, আয়া, দারোয়ান, বাবুর্চি, ওয়ার্ড বয়, সুইপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জনবল সংকট রয়েছে।

বর্তমানে দু’জন চিকিৎসক, ৯ জন নার্স, দু’জন স্বাস্থ্য পরিদর্শক, ২২ জন স্বাস্থ্য সহকারী, একজন কম্পিউটার অপারেটর, একজন জুনিয়র মেকানিক, তিনজন অফিস সহায়ক, একজন আয়া, দুইজন দারোয়ান, একজন বাবুর্চি, একজন ওয়ার্ড বয় ও তিনজন সুইপারের পদ শূন্য রয়েছে।

বিশেষ করে স্বাস্থ্য পরিদর্শক, জুনিয়র মেকানিক, স্টোর কিপার ও অফিস সহকারীর গুরুত্বপূর্ণ পদগুলো একেবারেই জনশূন্য। আবার অফিস সহায়কের চারটি পদের বিপরীতে মাত্র একজন কর্মরত রয়েছেন। সুইপারের পাঁচটি পদের বিপরীতে মাত্র দু’জন কর্মী রয়েছেন, ফলে হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা দুঃসাধ্য হয়ে পড়েছে।

এই সংকটের কারণে প্রায় তিন লাখ জনঅধ্যুষিত শাজাহানপুর উপজেলার সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যত ব্যাহত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেন জানান, অবসর, উচ্চশিক্ষা ও বদলির কারণে জনবল সংকট দেখা দিয়েছে। যদিও সীমিত জনবল দিয়ে স্বাস্থ্যসেবা সচল রাখার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে জনবল সংকট নিরসনের লক্ষ্যে বগুড়ার সিভিল সার্জনের কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে বগুড়ার সিভিল সার্জন একেএম মোফাখখারুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত আছি এবং শূন্য পদে জনবল নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

আলীম

×