
ছবিঃ সংগৃহীত
‘শিক্ষা, শৃঙ্খলা, শান্তি’ এরই ধারাবাহিকতায় ইডেন মহিলা কলেজে অনুষ্ঠিত হলো জাতিসংঘের উন্নয়ন সংস্থা UNDP এর অর্থায়নে Future Nation কর্তৃক পরিচালিত ব্রিটিশ কাউন্সিলের “বিজনেস এন্ড স্যোশাল ইংলিশ স্কিলস” বিষয়ক কোর্সের স্কলারশীপ প্রদান অনুষ্ঠান ও মতবিনিময় সভা।
বাংলাদেশের মতো উন্নয়নশীল ও জনবহুল রাষ্ট্রে শিক্ষিত ও দক্ষ তারুণ্যের অভাব নেই। তবে সঠিক ক্ষেত্রে তাদের দক্ষতাকে কাজে লাগাতে প্রয়োজন সঠিক ও উপযোগী প্রশিক্ষণ। লাখ লাখ শিক্ষিত তরুণ তরুণী বেকার অবস্থায় রয়েছে, তারা উপযুক্ত কর্মসংস্থানে যেতে পারছে না কেবল ইংরেজি ভাষায় দুর্বলতার কারণে। নানা ক্ষেত্রে দক্ষতা নিয়েও আমাদের তরুণসমাজ ইংরেজি ভাষায় দক্ষতার অভাবে মূল জনস্রোত থেকে পিছিয়ে পড়ছে।
এরই ধারাবাহিকতায় ইউএনডিপির ফিউচার ন্যাশন প্রকল্পের আওতায় ‘ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে’ শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিল পরিচালিত ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির কোর্স এবং সিভি তৈরিসহ আরো কিছু কোর্স এর উপর স্কলারশিপ দেয়া হয়। যারা এবার কাজ করছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে।
উক্ত বিষয়ে ফিউচার নেশন কর্তৃক আজ একটি মতবিনিময় সভা ও সেশন অনুষ্ঠিত হয় ইডেন শিক্ষার্থীদের সাথে। যেখানে শিক্ষার্থীদের কোর্সে রেজিস্ট্রেশন বিষয়ে এবং সমগ্র প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেওয়া হয়। তাদেরকে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে গুরুত্বারোপ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন আয়োজকর কতৃপক্ষ। প্রায় তিন ঘন্টা ব্যাপী সেশনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শামছুন নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ফাহিমা মাহমুদ। কোর্স ঘিরে ইডেন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উক্ত কোর্স সম্পূর্ণ ফ্রিতে অনলাইনে করতে পারবে শিক্ষার্থীরা।
আলীম