ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ পেতে চান? জেনে নিন পূর্ণাঙ্গ দিকনির্দেশনা

প্রকাশিত: ০৮:৪৮, ২৫ মে ২০২৫; আপডেট: ০৮:৪৮, ২৫ মে ২০২৫

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ পেতে চান? জেনে নিন পূর্ণাঙ্গ দিকনির্দেশনা

বিশ্বমানের শিক্ষা, গবেষণা বা শিক্ষকতার অভিজ্ঞতা নিতে চান যুক্তরাষ্ট্রে? তবে আপনার স্বপ্নপূরণের সোনালি সুযোগ এনে দিতে পারে ‘ফুলব্রাইট স্কলারশিপ’। যুক্তরাষ্ট্র সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন এবং সম্পূর্ণ অর্থায়নকৃত বৃত্তি কর্মসূচি। এই বহুল প্রতীক্ষিত সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে ৫ জুন ২০২৫ তারিখে আয়োজন করা হচ্ছে এক বিশেষ ওয়েবিনার, যার আয়োজক অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলেড। অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে, তবে আসন সংখ্যা সীমিত, তাই আগ্রহীদের জন্য এখনই সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার।

ফুলব্রাইট স্কলারশিপে যা থাকছে
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে পরিচালিত ফুলব্রাইট প্রোগ্রাম বিশ্বের সবচেয়ে প্রশংসিত আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমগুলোর অন্যতম। এটি শুধুমাত্র একটি বৃত্তি নয় বরং এটি একটি বৈশ্বিক নেটওয়ার্ক, যেখানে আপনি শুধু শিক্ষার সুযোগই নয়, বরং যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক, পেশাগত ও মানবিক পরিবেশে নিজেকে সম্পূর্ণভাবে যুক্ত করতে পারবেন।

এই বৃত্তির আওতায় প্রাপকরা পাবেন:

যুক্তরাষ্ট্রের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণ টিউশন ফি

মাসিক ভিত্তিতে জীবনযাপনের জন্য আর্থিক সহায়তা

চিকিৎসা ও স্বাস্থ্য বীমা কাভারেজ

নিজ দেশ থেকে যুক্তরাষ্ট্রে এবং আবার ফেরার জন্য রিটার্ন এয়ার টিকিট

পেশাগত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ

এই স্কলারশিপ প্রোগ্রামটি বিশেষভাবে উপযোগী স্নাতকোত্তর শিক্ষার্থী, উদীয়মান গবেষক, তরুণ পেশাজীবী ও শিক্ষকদের জন্য— যারা শুধু নিজ ক্ষেত্রে এগিয়ে যেতে চান না, বরং বৈশ্বিক স্তরে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চান।

কারা অংশ নিতে পারবেন এই ওয়েবিনারে?
যেকোনো বিষয়ে উচ্চশিক্ষা বা গবেষণার ইচ্ছা থাকলেই আপনি এই ইনফো সেশনের জন্য উপযুক্ত। এই ওয়েবিনারটি মূলত তাদের জন্য যারা:

যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি অর্জনের পরিকল্পনা করছেন

বিশ্বমানের গবেষণায় যুক্ত হয়ে নিজ দেশের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে চান

ফুলব্রাইট অ্যালামনাইদের আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হতে চান

নিজ দেশকে গ্লোবাল প্ল্যাটফর্মে সম্মানের সঙ্গে উপস্থাপন করতে চান

ফুলব্রাইট স্কলারশিপের আবেদনকারী হতে হলে নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা বা গবেষণার চেয়েও বেশি জরুরি হলো একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি এমন একটি লক্ষ্য, যা আপনাকে ব্যক্তি ও সমাজ উভয়ের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে। আপনি যদি বিজ্ঞান, প্রযুক্তি, কলা, জনস্বাস্থ্য, পরিবেশ, ব্যবসা, শিক্ষা, কিংবা আন্তর্জাতিক সম্পর্কের মতো যেকোনো শাখার শিক্ষার্থী বা গবেষক হন, এই ওয়েবিনার আপনার জন্য দিকনির্দেশনামূলক হতে পারে।

কেনো এই ওয়েবিনার মিস করা যাবে না?
ফুলব্রাইট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া যেমন প্রতিযোগিতাপূর্ণ, তেমনি বিশদ ও পরিকল্পনাভিত্তিক। কীভাবে নিজেকে উপস্থাপন করবেন, আবেদনপত্রে কোন দিকগুলো গুরুত্ব পাবে, রেফারেন্স ও প্রপোজাল কীভাবে সাজাবেন, এই ওয়েবিনারে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন অভিজ্ঞ পরামর্শকরা।

এছাড়া থাকছে স্কলারশিপের যোগ্যতা নির্ধারণের গাইডলাইন,আবেদন প্রক্রিয়ার টাইমলাইন ও ধাপভিত্তিক নির্দেশনা,সফল আবেদনকারীদের বাস্তব অভিজ্ঞতা,প্রশ্নোত্তর পর্ব, যেখানে আপনি সরাসরি আপনার সংশয় দূর করতে পারবেন।

সীমিত আসনের এই ওয়েবিনারে অংশ নিতে চাইলে এখনই রেজিস্ট্রেশন করুন।

এই ওয়েবিনারে ফুলব্রাইট স্কলারশিপের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, এবং কীভাবে নিজের আবেদনকে সবচেয়ে আকর্ষণীয় করে তুলবেন, সে বিষয়ে বিশেষজ্ঞদের সরাসরি পরামর্শ পাওয়া যাবে। যেহেতু আসন সংখ্যা সীমিত, তাই আগ্রহীদের এখনই রেজিস্ট্রেশন নিশ্চিত করা উচিত।

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ দিতে প্রস্তুত থাকুন,শুরু হোক ওয়েবিনার থেকেই।

 

 

সূত্র:https://tinyurl.com/y7c4bhbj

আফরোজা

×