ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্দিষ্ট সময়ে নির্বাচন চাওয়া কি মহাপাপ, প্রশ্ন রিজভীর

প্রকাশিত: ১১:৩৭, ২৫ মে ২০২৫

নির্দিষ্ট সময়ে নির্বাচন চাওয়া কি মহাপাপ, প্রশ্ন রিজভীর

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "এই নির্বাচন নিয়ে গড়িমসি করা হচ্ছে কেন? নির্ধারিত সময়ে নির্বাচন দাবি করা কি মহাপাপ? আজ উপদেষ্টাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে দিয়ে এই ইস্যুতে উসকানি দেওয়ার চেষ্টা করছেন। কেন এমনটা হচ্ছে?"

তিনি বলেন, "আজকে পরিবেশ উপদেষ্টা যিনি, তার দায়িত্ব তো পরিবেশ রক্ষা করা, পরিবেশের উন্নয়নে কাজ করা। অথচ আমরা দেখতে পাচ্ছি, বুড়িগঙ্গা এখন ড্রেনের রূপ ধারণ করেছে, সীতলক্ষাও একই অবস্থা। আমরা বিষাক্ত নিঃশ্বাস নিতে বাধ্য হচ্ছি। তিনি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেননি, কোনো দৃশ্যমান পরিবর্তন আনতে পারেননি।"

রিজভী আরও বলেন, "উনি এমন কোনো ড্রাইভ বা কর্মসূচি নেননি, যাতে পরবর্তী সরকার তা গ্রহণ করে পরিবেশ রক্ষায় এগিয়ে যেতে পারে। অথচ তাকে শুধু নির্বাচন নিয়ে কথা বলতে দেখা যায়। খালি ‘নির্বাচন নির্বাচন’ বললেই হবে না। সরকারের উপদেষ্টারা কিভাবে এসব কথা বলেন? এতে স্পষ্ট হয়, তারা তাদের অর্পিত দায়িত্ব ভুলে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। কিন্তু জনগণ এসব কোনোভাবেই মেনে নেবে না।"



সূত্র: https://www.youtube.com/watch?v=G1AprSdTR0Y

এএইচএ

×