
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের নয়টি টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আনতে হলে সমুদ্র বন্দরের দক্ষতা আরও বাড়াতে হবে। এজন্য টার্মিনালগুলোতে বিদেশি প্রতিষ্ঠান যেন বিনিয়োগ করে এবং ব্যবস্থাপনা করে, সে লক্ষ্যে আলোচনা চলছে।
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম জানান, এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় তিন বিলিয়ন ডলারের বিনিয়োগ আশ্বাস পাওয়া গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ডিপি ওয়ার্ল্ড, এপি-মুলার মার্কস এবং সিঙ্গাপুরের পোর্ট অথরিটির সঙ্গে কথা বলছি। তারা যদি ব্যবস্থাপনায় আসে, তাহলে আমাদের পোর্ট এফিশিয়েন্সি বাড়বে। বিশ্বের বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো পোর্ট এফিশিয়েন্সির দিকেই নজর রাখে।”
প্রেস সচিব জানান, সরকারের অগ্রাধিকারভিত্তিক কাজের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)কে দুই ভাগে বিভক্ত করার উদ্যোগ রয়েছে, যাতে রাজস্ব আদায় আরও বাড়ে। একইসঙ্গে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা ও বিভিন্ন ক্ষেত্রে সংস্কার চলছে।
টাকার অবমূল্যায়ন হয়নি দাবি করে তিনি বলেন, “ডলারের বিনিময় মূল্য বাজারভিত্তিক করা হলেও টাকার অবমূল্যায়ন ঘটেনি।”
পুঁজিবাজারে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টার কথাও তুলে ধরেন শফিকুল আলম।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল শুধু নির্বাচন আয়োজন করা। কিন্তু বর্তমান সরকারের দায়িত্ব সংস্কার, বিচার এবং নির্বাচন। আগামী নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে।
সূত্র: https://www.youtube.com/watch?v=lYoFb4nai78
এএইচএ