
ছবি: সংগৃহীত
দেশের স্বার্থের বিরুদ্ধে যায়—এমন কোনো কিছুতে সমর্থন নেই জামাতে ইসলামীর বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জামাতের আমির বলেন, “করিডোর ও বন্দরের মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই থাকা উচিত।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে মতামত গ্রহণ করা জরুরি।
ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর বিষয়েও জামাতে ইসলামীর কোনো সমর্থন নেই।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন, তাতে আগামী ২৬ জুনের মধ্যেই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায় জামাতে ইসলামী।
“দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে ‘হ্যাঁ’ বলছি না। দেশের স্বার্থ যেখানে বিকৃত হবে, সেখানেই ‘না’—” বলেন জামাতের আমির।
সূত্র: https://www.youtube.com/watch?v=8_XB--SnWUk
এএইচএ