ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ

প্রকাশিত: ১৫:৩২, ২৫ মে ২০২৫

শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, একটি মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনার ভয়েস রেকর্ডসহ বিভিন্ন ডকুমেন্ট আদালতে দাখিল করা হয়েছে। তবে তাকে ওই মামলার সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে আলাদাভাবে চার্জশিট দাখিল করা হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করা হবে।

রোববার মামলার কার্যক্রম শেষে গণমাধ্যমকে তিনি বলেন, “শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথা বলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ ও লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। সেই ভয়েস রেকর্ড ও অন্যান্য তথ্য-প্রমাণ আমরা দাখিল করেছি।”

তিনি আরও বলেন, গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের সঙ্গে শেখ হাসিনার একটি টেলিফোন কনভার্সেশন আদালতে উপস্থাপন করা হয়েছে। যেখানে জুলাই বিপ্লবের সঙ্গে জড়িত বাদী ও সাক্ষীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার এবং তাদের হত্যার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কনটেম্পট অব কোর্ট (আদালত অবমাননার) প্রসিডিংস শুরু হয়।

আজকের শুনানিতে সেই কনটেম্পট প্রসিডিংসের বিষয়ে আগামী ৩ জুন পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, “সাধারণত নোটিশ জারি হওয়ার পর পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার স্বার্থে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি জানান, আসামিরা যদি ৩ জুন আদালতে হাজির না হন বা তাদের আইনজীবীর মাধ্যমে জবাব না দেন, তাহলে আদালত এ বিষয়ে পরবর্তী আদেশ প্রদান করবে।

সূত্র: https://www.youtube.com/watch?v=psjCyNQMTk8

এএইচএ

×