
দৈনিক জনকণ্ঠ
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে মাছ বাজার গলিতে ছয়টি দোকান পুড়ে গেছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
বান্দরবান ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রবিবার দিবাগত রাত ৩টায় হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এসময় স্থানীয়দের সহায়তায় বান্দরবান ও রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আমাদের পাশাপাশি রোয়াংছড়ি ফায়ার সার্ভিসেরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয় বলে জানান তিনি।
হ্যাপী