ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সাধারণ বিজ্ঞান

প্রফেসর মো. ইকরামুল হক

প্রকাশিত: ১৩:৪১, ২৫ মে ২০২৫; আপডেট: ১৩:৪৯, ২৫ মে ২০২৫

সাধারণ বিজ্ঞান

১৬। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না-

) মহাকর্ষ বলের জন্য      

) মাধ্যাকর্ষণ বলের জন্য

) আমরা স্থির থাকার জন্য 

) আমাদের আবর্তনের জন্য

উত্তর: ) মাধ্যাকর্ষণ বলের জন্য

১৭। সংকর ধাতু পিতলের উপাদান হলো-

) তামা টিন            

) তামা দস্তা

) তামা নিকেল        

) তামা সীসা

উত্তর: ) তামা দস্তা

১৮। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো-

) ভিটামিন’           

) ভিটামিনসি

) লৌহ                    

) ক্যালসিয়াম

উত্তর: ) লৌহ

১৯। জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ-

) এরা অনেক ছোট হয়   

) এদের কাকান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে

) এরা পানিতে জন্মে       

) এদের পাতা অনেক কম থাকে

উত্তর: ) এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে

২০। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়-

) আয়ন বায়ু              

) প্রত্যয়ন বায়ু

) মৌসুমী বায়ু            

) নিয়ত বায়ু

উত্তর: ) নিয়ত বায়ু

২১। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

) পেট্রোলিয়াম           

) কয়লা

) প্রাকৃতিক গ্যাস        

) বায়োগ্যাস

উত্তর: ) বায়োগ্যাস

২২। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-

) লাল, হলুদ, নীল        

) লাল, কমলা, বেগুনি

) হলুদ, সবুজ, নীল       

) লাল, নীল, সবুজ

উত্তর: ) লাল, নীল, সবুজ

২৩। দূরের বিদ্যু ৎপাদন কেন্দ্র হতে বিদ্যু নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ-

) এতে বিদ্যুতের অপচয় কম হয়  

) এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে

) অধিক বিদ্যু প্রবাহ পাওয়া যায়

) প্রয়োজনমত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়

উত্তর: ) এতে বিদ্যুতের অপচয় কম হয়

২৪। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে

) অক্সিজেন গ্লুকোজ   

) অক্সিজেন রক্তের আমিষ

) ইউরিয়া  গ্লুকোজ    

) এমাইনো এসিড কার্বন-ডাই-অক্সাইড

উত্তর: ) অক্সিজেন  গ্লুকোজ

২৫। সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে-

) তামা দস্তার দন্ড   

) কার্বন দণ্ড  দস্তার কৌটা

) তামা দস্তার পাত 

) তামার দণ্ড  দস্তার কৌটা

উত্তর: ) কার্বন দণ্ড  দস্তার কৌটা

 

×