ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ইলেকট্রনিক এন্ট্রি-এক্সিট সিস্টেম (EES) চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (EU)

ইসমাঈল হোসেন মাজেদ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, রোম, ইতালি

প্রকাশিত: ০১:০৯, ২৩ মে ২০২৫; আপডেট: ০১:১২, ২৩ মে ২০২৫

ইলেকট্রনিক এন্ট্রি-এক্সিট সিস্টেম (EES) চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (EU)

ছবিঃ সংগৃহীত

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদারে ইলেকট্রনিক এন্ট্রি-এক্সিট সিস্টেম (EES) চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (EU)।

🔹 EU সদস্য দেশগুলোর সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

🔹 নতুন এই পদ্ধতিতে জোটভুক্ত দেশগুলোতে যাওয়া-আসার সময় বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ ও মুখের গঠন) স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হবে।

উদ্দেশ্য হলো:

পরিচয় জালিয়াতি ঠেকানো, শেঙ্গেন অঞ্চলে অনুমোদিত সময়ের অতিরিক্ত অবস্থান শনাক্তকরণ এবং রিয়েল-টাইম ট্র্যাকিং নিশ্চিত করা।

🔹 পদ্ধতিটি শুরুতে ৬ মাসের ট্রানজিশন পিরিয়ডে চালু হবে; প্রথম ২ মাসে বায়োমেট্রিক ডেটা ছাড়া চালানো যাবে, তবে ৩য় মাস থেকে অন্তত ৩৫% সীমান্ত পারাপার EES-নির্ভর করতে হবে।

📌 উল্লেখযোগ্য তথ্য:

* পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত পাসপোর্টে সিল মারা অব্যাহত থাকবে।

* EES চালুর সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি, তবে ২০২৫ সালের অক্টোবর থেকে এটি চালু হতে পারে বলে জানাচ্ছে ইউরোনিউজ।

* এই পদক্ষেপে ইইউর নিরাপত্তা ও অভিবাসন তদারকি নীতিতে বড় রকমের পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

ইমরান

×