ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

যেখানে প্রবৃত্তি থামে, সেখানেই শুরু হয় সাফল্যের যাত্রা

জাহেদুল ইসলাম আল রাইয়ান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, মিশর।

প্রকাশিত: ২৩:১৭, ২১ মে ২০২৫; আপডেট: ২৩:৩৩, ২১ মে ২০২৫

যেখানে প্রবৃত্তি থামে, সেখানেই শুরু হয় সাফল্যের যাত্রা

ছবি: সংগৃহীত

সফলতা সহজ নয়, তবে স্বপ্ন দেখা সহজ। এই তফাতে যাদের ধৈর্য আছে, তারা এগিয়ে যায়। আর যাদের মন ছুটে চলে মুহূর্তের আনন্দের পেছনে, তাদের স্বপ্নগুলো ধুয়ে যায় সময়ের আগুনে। মানুষ যখন প্রবৃত্তির দাসে পরিণত হয়, তখন সে আর নিজের লক্ষ্য নিয়েও ভাবে না—সে ভাবে কেবল এখন, এই মুহূর্ত, এই সুখ। আর এখানেই শুরু হয় ধ্বংসের বীজ রোপণ।

আজকের প্রজন্ম দাঁড়িয়ে আছে এক অদৃশ্য যুদ্ধের মাঝখানে। পর্দার আড়ালে, পর্নোগ্রাফির জালে, একাকীত্বের ঘরে ঢুকে পড়েছে যৌনতার এমন এক আকর্ষণ যা চোখে দেখা যায় না, কিন্তু আত্মাকে নিঃশেষ করে। মুহূর্তের উত্তেজনা তাকে সরিয়ে দিচ্ছে জীবনের মূল অভিমুখ থেকে। এক সময় যে তরুণ সাফল্যের শিখরে পৌঁছাতে চেয়েছিল, সে এখন মগ্ন দেহের খিদেতে, ক্লান্ত প্রতিদিনের পুনরাবৃত্তিতে।

মনোবিজ্ঞানীরা বলেন, অতিরিক্ত যৌন উদ্দীপনা মানুষের ব্রেইনের ডোপামিন সিস্টেমকে বিপর্যস্ত করে তোলে। এতে একদিকে যেমন মনঃসংযোগ নষ্ট হয়, তেমনি হারিয়ে যায় আত্মনিয়ন্ত্রণের শক্তি। আর সেখানেই থেমে যায় সৃজনশীলতা, বন্ধ হয়ে যায় লক্ষ্যপানে এগোনোর সাহস।

ইতিহাসে তাকালেই দেখি—যারা মহৎ কিছু তৈরি করেছেন, তাঁরা নিজের ভেতরের আগুনকে দমন করেছেন আত্মসংযমের বরফে। গান্ধী, টেসলা, স্টিভ জবস—তাঁরা যৌনতাকে অস্বীকার করেননি, কিন্তু নিয়ন্ত্রণে রেখেছিলেন, কারণ তাঁরা জানতেন—যেখানে মন স্থির, সেখানেই সৃষ্টি।

বাংলাদেশের সমাজেও এখন জরুরি হয়ে উঠেছে এই সত্যটি বলা—সফলতা কেবল টাকায়, পজিশনে বা খ্যাতিতে নয়; এটি আসে আত্মনিয়ন্ত্রণের কঠিন অনুশীলনের মাধ্যমে। যখন আমরা শিক্ষার্থীদের শেখাই কীভাবে পড়তে হবে, তখন আমাদের শেখাতে হবে কীভাবে নিজেদের ভেতরের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে।

যৌনতা হোক সম্মতিপূর্ণ, প্রাকৃতিক, কিন্তু তা যেন কখনোই স্বপ্নের প্রতিদ্বন্দ্বী না হয়। কারণ প্রবৃত্তি মুহূর্তের, কিন্তু সাফল্য—তা সময়ের দাবি। যেখানে লক্ষ্য হারিয়ে যায় শরীরের তৃষ্ণায়, সেখানে ভবিষ্যৎও হারায়।

এই সমাজের প্রতিটি তরুণকে জিজ্ঞাসা করা উচিত—তুমি কী চাও? মুহূর্তের তৃপ্তি, নাকি জীবনের পূর্ণতা?

লেখক: জাহেদুল ইসলাম আল রাইয়ান

লেখক ও কলামিস্ট, শিক্ষার্থী

আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর

আসিফ

×