ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

যে বিষয়ে সমঝোতা হয়নি তা জনগণকে অবহিত করা হবে: আলী রীয়াজ

প্রকাশিত: ০৯:৪৯, ২৬ মে ২০২৫

যে বিষয়ে সমঝোতা হয়নি তা জনগণকে অবহিত করা হবে: আলী রীয়াজ

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে, সেগুলো জনগণের সামনে তুলে ধরা হবে। এছাড়া, যেসব বিষয়ে সমঝোতা হয়নি, সেগুলোর বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে জনগণকে অবহিত করা হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আদর্শিক অবস্থানের কারণে কিছু বিষয়ে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি।

রোববার কৃষিবিদ ইন্সটিটিউটে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, নাগরিক সমাজের চিন্তাভাবনাকে গুরুত্ব দিয়ে তাদের পরামর্শ গ্রহণ করা হবে। যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি, সেগুলো জনগণের সামনে তুলে ধরা হবে, যাতে তারা পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে।

আলী রীয়াজ বলেন, জাতীয় সনদ তৈরির পাশাপাশি প্রতিবেদনগুলোতে সুশীল সমাজের মতামত অন্তর্ভুক্ত করা হবে। তিনি উল্লেখ করেন, জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুশীল সমাজের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সংস্কার কর্মসূচি থেকে তাদের বাদ দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে ছয় মাসের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ঐকমত্য প্রতিষ্ঠার এই প্রক্রিয়া সফল হবে এবং রাষ্ট্র কাঠামোর সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিহাব

আরো পড়ুন  

×