ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ঘুমাও তুমি ঘুমাও ও লীগ রাজাকারের কোলে: প্রিন্স মাহমুদ

প্রকাশিত: ০০:৩৪, ২৮ মে ২০২৫

ঘুমাও তুমি ঘুমাও ও লীগ রাজাকারের কোলে: প্রিন্স মাহমুদ

ছবিঃ সংগৃহীত

দেশের প্রখ্যাত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে লেখেন, “রাজাকার ইস্যুতে সরব আওয়ামীলীগারদের দেখেছি। আমরা যখন প্রশ্ন করতাম শেখ হাসিনার একমাত্র মেয়ের জামাই কেন রাজাকারের নাতি, তখন তারা ঘুমিয়ে যেতো।”

এই মন্তব্যের সঙ্গে সঙ্গে তিনি আরও লেখেন একটি ব্যঙ্গাত্মক কবিতার ছন্দে,

“ঘুমাও তুমি, ঘুমাও ও লীগ,
রাজাকারের কোলে,
ভালোবাসার নৌকো ঝুলুক—
দাঁড়িপাল্লার গলে।”

প্রিন্স মাহমুদের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ইমরান

×