ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা

প্রকাশিত: ১২:০২, ২৮ মে ২০২৫

ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা

ছবি: সংগৃহীত।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকর ইব্রাহিমের যকৃতে (লিভার) ক্যানসার ধরা পড়েছে। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘সাসুরাল সিমার কা’–খ্যাত এই অভিনেত্রী বছরখানেক আগেই পুত্রসন্তানের মা হয়েছেন। এখন সন্তানকে রেখে হাসপাতালে ছোটাছুটি করছেন তিনি। অবশেষে নিজেই জানালেন, তিনি ক্যানসারে আক্রান্ত।

দীপিকা জানান, পেটের ওপরের অংশে অসহনীয় ব্যথার কারণে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছিল। পরীক্ষার পর জানা যায়, তার যকৃতে টেনিস বলের মতো আকৃতির একটি টিউমার হয়েছে। এরপর জানা যায় এটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট ক্যানসার।

মঙ্গলবার (২৭ মে) রাতে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় দীপিকা লেখেন, “গত কয়েক সপ্তাহ আমাদের জন্য খুবই কঠিন ছিল...। এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে, আমার যকৃতে বাসা বেঁধেছে ক্যানসার। আমি দ্বিতীয় স্টেজে রয়েছি। এটা আমাদের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়।”

তিনি আরও জানান, তার একমাত্র চিন্তা এক বছরের ছোট ছেলে রুহানকে নিয়ে। “আমি দৃঢ়প্রতিজ্ঞ, এই পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে ফিরব। আমার পুরো পরিবার আমার পাশে আছে, আর আপনাদের দোয়া ও ভালোবাসা আমার শক্তি।”

দীপিকার এই বার্তার পর থেকে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে প্রিয় অভিনেত্রীর সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন।

উল্লেখ্য, দীপিকা কাকর ২০১১ সালে রওনক স্যামসনকে বিয়ে করেন। ২০১৫ সালে সেই সংসার ভেঙে যায়। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তিনি সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে ফাইজা ইব্রাহিম নাম ধারণ করেন। এই দম্পতি ২০২৩ সালে তাদের প্রথম সন্তান রুহানকে স্বাগত জানান।

নুসরাত

×