
ছবি: সংগৃহীত।
চলতি বছরে হাতে থাকা নগদ অর্থ ব্যাংকে জমা রেখে নিরাপদে মুনাফা অর্জনের বিষয়ে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন। বিশেষ করে ইসলামী শরিয়াহ্-ভিত্তিক ব্যাংকিং সিস্টেমে বিনিয়োগ করতে চাওয়া গ্রাহকদের জন্য "ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি" একটি জনপ্রিয় নাম।
তবে প্রশ্ন রয়ে যায়—ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে মাসে কত মুনাফা পাওয়া যায়? চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।
দুই ধরণের স্কিম, ভিন্ন মুনাফা হার
ইসলামী ব্যাংকে বর্তমানে মূলত দুটি ধরনের মুনাফাভিত্তিক স্কিম চালু রয়েছে:
- মুদারাবা টার্ম ডিপোজিট স্কিম (মেয়াদী হিসাব)
- মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম (মাসিক মুনাফা হিসাব)
মুদারাবা টার্ম ডিপোজিট স্কিম
- এই স্কিমে ১ লক্ষ টাকা ৬% বার্ষিক সম্ভাব্য মুনাফা হারে ব্যাংকে রাখলে:
- মাসিক মুনাফা: ৫০০ টাকা
- উৎসে কর (১৫%) কেটে হাতে পাবেন: ৪২৫ টাকা
- ৩ মাসে মুনাফা: প্রায় ২,১২৫ টাকা
- ৬ মাসে মুনাফা: প্রায় ৪,৩৭৮ টাকা
- ১ বছরে মুনাফা: প্রায় ৮,৯২৫ টাকা
তবে, নির্ধারিত মেয়াদ পূর্ণ না করে আগেভাগে ভাঙলে কোনো মুনাফা পাওয়া যাবে না।
মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম
এই স্কিমে তিন বছর বা পাঁচ বছরের জন্য টাকা রাখলে প্রতি মাসে মুনাফা পাওয়া যায়:
- ৩ বছরের জন্য (১১% সম্ভাব্য মুনাফা):
- মাসে মুনাফা: ৯১৬ টাকা
- কর কেটে হাতে পাবেন: প্রায় ৭৭৯ টাকা
- ৫ বছরের জন্য (১২% সম্ভাব্য মুনাফা):
- মাসে মুনাফা: ১,০০০ টাকা
- কর কেটে হাতে পাবেন: প্রায় ৮৫০ টাকা
গুরুত্বপূর্ণ: যদি নির্ধারিত মেয়াদ শেষ হবার আগেই টাকা উত্তোলন করেন, তবে ইতোমধ্যে প্রাপ্ত মুনাফার পরিমাণ মূল টাকা থেকে সমন্বয় করে কেটে নেওয়া হতে পারে।
একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
ফিক্সড ডিপোজিট একাউন্ট খোলার সময় নিচের কাগজপত্র সাথে নিতে হবে:
- গ্রাহকের ছবি ও পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, লাইসেন্স বা ডিজিটাল জন্মনিবন্ধন)
- নমিনির পরিচয়পত্র ও ছবি
- সকল ডকুমেন্টস সত্যায়িত করতে হবে (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার কাউন্সিলর কর্তৃক)
অটো রিনিউ সুবিধা
মেয়াদ শেষে ফিক্সড ডিপোজিট অটোমেটিকভাবে নবায়ন হয়। তবে গ্রাহক চাইলে লাভ উত্তোলন করে নিতে পারবেন, অথবা একাউন্ট বন্ধ করে দিতে পারবেন।
ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে আপনি নির্দিষ্ট স্কিম অনুযায়ী মাসে ৪২৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮৫০ টাকা পর্যন্ত মুনাফা পেতে পারেন। তবে প্রতিটি স্কিমের শর্তাবলি ও মেয়াদ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। যেকোনো সময় ব্যাংক মুনাফার হার পরিবর্তন করতে পারে, তাই হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ ইসলামী ব্যাংক শাখায় যোগাযোগ করাই শ্রেয়।
নোট: এই প্রতিবেদনটি সম্ভাব্য মুনাফার ভিত্তিতে তৈরি। সঠিক তথ্যের জন্য ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা শাখায় যোগাযোগ করুন।
নুসরাত