ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ইসলামী ব্যাংকে ৫০ হাজার টাকা জমা রাখলে মাসিক মুনাফা কত?

প্রকাশিত: ১১:৫৭, ২৯ মে ২০২৫

ইসলামী ব্যাংকে ৫০ হাজার টাকা জমা রাখলে মাসিক মুনাফা কত?

ছবি: সংগৃহীত।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখন কম টাকায়ও ফিক্সড ডিপোজিট (এফডিআর) খোলা সহজ করেছে। ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী, ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার টাকা থেকেও এফডিআর করা যাবে এবং তার উপর থেকে নিয়মিত মুনাফা পাওয়া যাবে।

চলুন জানি, কত টাকা জমালে কত মাসিক মুনাফা পাবেন।

ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ব্যাংকের মুনাফার হার পরিবর্তন করা হয়েছে। ধারাবাহিক টার্ম ডিপোজিটের ক্ষেত্রে বিভিন্ন মেয়াদের মুনাফার হার নিম্নরূপ:

  • এক মাসের জন্য: ৬%

  • তিন মাসের জন্য: ১০%

  • ছয় মাসের জন্য: ১০.৩০%

  • এক বছরের জন্য: ১০.৫০%

এখন, ১০ হাজার টাকা জমা রাখলে কেমন মুনাফা পাওয়া যাবে?

  • এক মাসের মুনাফা: উৎসকর বাদে প্রায় ৪২৫ টাকা

  • তিন মাসের মুনাফা: উৎসকর বাদে প্রায় ২১২৫ টাকা

  • ছয় মাসের মুনাফা: উৎসকর বাদে প্রায় ৪৩৭৫ টাকা

  • এক বছরের মুনাফা: উৎসকর বাদে প্রায় ৮৯৩০ টাকা

আসুন একটু বড় অংকের হিসাব করি—৫০ হাজার টাকার ক্ষেত্রে:

  • এক মাসের মুনাফা: ২১৩ টাকা (উৎসকর বাদে)

  • তিন মাসের মুনাফা: ১২৩৫ টাকা

  • ছয় মাসের মুনাফা: ২১৮৯ টাকা

  • এক বছরের মুনাফা: ৪৪৬৩ টাকা

এই হিসাবগুলো উৎসকর ১৫% বাদে করা হয়েছে। মুনাফার হার সময়ে সময়ে পরিবর্তন হতে পারে, তাই ব্যাংকের আপডেটেড রেট অনুসরণ করা জরুরি।

ফিক্সড ডিপোজিট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন (যেকোনো একটি)

  • ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুটি ছবি

  • নমিনির জন্যও একই ধরনের আইডি ডকুমেন্টস এবং ছবি প্রয়োজন

  • জন্ম নিবন্ধন অবশ্যই অনলাইনে সত্যায়িত হতে হবে, এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মাধ্যমে সিলমোহর প্রয়োজন

সারসংক্ষেপ

কম টাকায় জমা রাখার সুবিধা দিয়ে ইসলামী ব্যাংক সাধারণ মানুষকে অর্থ সঞ্চয়ের প্রতি উৎসাহিত করছে। ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত যেকোনো পরিমাণে ফিক্সড ডিপোজিট করা সম্ভব এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী নিয়মিত মুনাফা পাওয়া যাবে। এভাবে বিনিয়োগ করে আপনার সঞ্চয়কে নিরাপদ রাখার পাশাপাশি আয়ও বৃদ্ধি করতে পারবেন।

নুসরাত

×