
ছবি: সংগৃহীত
পশ্চিম তীরের অধিকৃত এলাকায় ইসরায়েলি বসতকারীদের হামলায় সাইফ মুসাল্লেত নামে এক মার্কিন-প্যালেস্টাইনি দ্বৈত নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) নিজের গ্রামসংলগ্ন সড়কে ভ্রমণের সময় তাকে গাড়ি থেকে টেনে বের করে মারধর করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়েছে, একদল ইসরায়েলি বসতকারী তাকে ঘিরে ফেলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, তারা তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং পশ্চিম তীরে ক্রমবর্ধমান বসতকারী-হিংসার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে।
ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই হত্যাকাণ্ডকে “অপরাধমূলক ও সন্ত্রাসী কাজ” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এটি ভয়াবহ ঘটনা। আমরা এ ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি। একজন আমেরিকান নাগরিককে হত্যা করা হয়েছে, এবং তা বিশ্বের যেকোনো প্রান্তেই হোক, যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
এই হত্যাকাণ্ড মার্কিন-ইসরায়েল সম্পর্কে নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, এবং এই ঘটনায় আমেরিকান অভ্যন্তরীণ মহল থেকেও চাপ বাড়ছে।
মুমু ২