
ছবি: সংগৃহীত।
১০ জন হজযাত্রীসহ একটি বিমান লোহিত সাগরে বিধ্বস্ত হয়ে ২০০ জনের বেশি যাত্রী নিহত হয়েছেন—এমন শিরোনামে একটি ভিডিও ২৭ মে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় বিমানের ভেতরে আতঙ্কিত যাত্রীরা চিৎকার করছেন এবং নিচে পড়ার সময় “আল্লাহু আকবার” ধ্বনি শোনা যাচ্ছে। দাবি করা হয়, মোরতানিয়া থেকে সৌদি আরবগামী একটি ফ্লাইট ছিল এটি, যা রহস্যজনকভাবে কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
এই দাবির পর অনেকেই উদ্বেগ প্রকাশ করেন, বিশেষ করে চলমান হজ মৌসুমে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত এই খবরটিকে 'গুজব' বলে উড়িয়ে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মোরতানিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, হজ মৌসুমে নির্ধারিত তাদের কোনো ফ্লাইটে এ ধরনের কোনো দুর্ঘটনার খবর মেলেনি। সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিও এবং খবরের কোনো ভিত্তি নেই বলেও তারা জানিয়েছে।
এয়ারলাইন্সের পক্ষ থেকে গণমাধ্যম ও সাধারণ জনগণকে গুজব থেকে বিরত থাকতে এবং নিশ্চিত তথ্য যাচাই করে প্রচার করার অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে ভুয়া খবর ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করেছে তারা।
নুসরাত