ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি দেশকে রক্ষা করার জন্য নির্বাচন চাচ্ছে: প্রিন্স

প্রকাশিত: ২৩:২২, ২৮ মে ২০২৫

বিএনপি দেশকে রক্ষা করার জন্য নির্বাচন চাচ্ছে: প্রিন্স

ছবিঃ সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, বরং দেশকে রক্ষা করার জন্য নির্বাচন চাচ্ছে।

সম্প্রতি একটি বেসরকারি মিডিয়া চ্যানেলের একটি টকশো অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চাচ্ছে না, দেশকে রক্ষা করার জন্য নির্বাচন চাচ্ছে। দেশের অস্থিতিশীলতা প্রতিরোধ করার জন্য, একটি স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নির্বাচন চাচ্ছে।”

প্রিন্স বলেন, “শুধু বিএনপি নয়, সকল শ্রেণি-পেশার মানুষ আজকে নির্বাচন চাচ্ছে। শাক বিক্রেতা থেকে শুরু করে সেনাবাহিনী প্রধান পর্যন্ত সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। এমনকি সরকারের ভিতরে—প্রশাসন, বিচার বিভাগ, আইনজীবী—যাদেরই বলবেন, সবাই কিন্তু নির্বাচন চাচ্ছে।”

তিনি আরও বলেন, “ডিসেম্বরে নির্বাচন হলে বাংলাদেশের ইতিহাসে সর্বাপেক্ষা নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে—যদি সরকার আন্তরিক থাকে, সরকার যদি তার গ্রহণযোগ্যতা বজায় রেখে নিরপেক্ষতা বজায় রাখে এবং তার সক্ষমতার প্রমাণ দিতে পারে। তাহলে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটি সর্বাপেক্ষা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে।”

সূত্রঃ https://www.facebook.com/share/p/15b8SLPF7Q/

ইমরান

×