ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকারি যাকাত তহবিল শক্তিশালী হলে দরিদ্র মানুষের ভাগ্য বদলে যাবে: ধর্ম উপদেষ্টা

আব্দুল্লাহ আল মারুফ, সাতকানিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:৪৫, ২৮ মে ২০২৫; আপডেট: ০০:৪৬, ২৮ মে ২০২৫

সরকারি যাকাত তহবিল শক্তিশালী হলে দরিদ্র মানুষের ভাগ্য বদলে যাবে: ধর্ম উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার'র  মাননীয় ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ. ফ. ম খালিদ হোসেন চট্টগ্রামের সাতকানিয়ায় দিনভর ব্যস্ত সময় পার করেছেন। 

মঙ্গলবার  (২৭ মে) সারাদিন ব্যাপী সরকারি সফরযাত্রায় সাতকানিয়া এসে বিকালে মাদার্শা ইউনিয়নের বাবুনগর প্রাথমিক বিদ্যালয়,মাদার্শা ছড়া খাল খনন  ও তীর সংরক্ষণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এসময় সরকারি তহবিল থেকে দেওয়া যাকাত হতে, ৬৪ জন অসহায় পরিবারকে, ১০ হাজার টাকা করে সরকারি অনুদানের চেক হস্তান্তর করেন এবং নিজ পিতা - মাতার নামে প্রতিষ্ঠিত নুর - হাবিবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রামের প্রায় ২৫০টি দুঃস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সারোয়ার আলম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মিল্টন বিশ্বাস, সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ড সহ সাতকানিয়া উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উপস্থিত যাকাত গ্রহীতা ও আগ্রহীদের উদ্দেশ্যে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সরকারি যাকাত তহবিল থেকে প্রাপ্ত অর্থ পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। নিজেকে স্বাবলম্বী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে এ অর্থ বিনিয়োগ নিশ্চিত করতে হবে। স্বচ্ছ লাভজনক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে নিয়োজিত করতে হবে।’ 

পাশাপাশি নিজে স্বাবলম্বী হতে গবাদিপশু ও হাঁসমুরগি পালন, মৎস্য চাষ, শাকসবজি উৎপাদন, কুটির শিল্প স্থাপন কার্যক্রম শুরু করতে হবে। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে।

এ সময় তিনি বৃত্তশালীদের উদ্দেশ্যে বলেন, সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদানের আহ্বান করেন।

ড. খালিদ বলেন, সরকারি যাকাত তহবিল যদি শক্তিশালী করা সম্ভব হয় আমাদের দেশের দরিদ্র মানুষের ভাগ্য বদলে যাবে। দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। তিনি সমাজের বিত্তবান মানুষকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ইমরান

×