ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

শেখ হাসিনার ছেলে এখনও দেশে: ইলিয়াস

প্রকাশিত: ২২:০০, ২৭ মে ২০২৫

শেখ হাসিনার ছেলে এখনও দেশে: ইলিয়াস

ছ‌বি: সংগৃহীত

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এখনো দেশে অবস্থান করছেন। তিনি এই বক্তব্যের প্রমাণ হিসেবে সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও লিংক শেয়ার করেন। ভিডিওটি ২০১৯ সালের ডাকসু নির্বাচনের পর গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নির্বাচিত প্রতিনিধি দলের সাক্ষাৎকালে ধারণ করা।

ভিডিওতে ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক নুর আবেগঘন এক বক্তব্যে বলেন, তিনি কখনোই ছাত্রলীগের কর্মী ছিলেন না, তবে হলে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, "আমি নেত্রীকে অনেকবার দেখেছি, তবে কখনো কাছ থেকে দেখা হয়নি। গাড়ির কালো গ্লাসের কারণে স্পষ্ট দেখা যেত না। কিন্তু আজকে তাকে সামনে থেকে দেখে মনে হয়েছে, আমি যেন আমার মাকে দেখছি।"

নুর জানান, তিনি আড়াই বছর বয়সে তার মা-কে হারান এবং ছোট ভাই তখন মাত্র এক বছরের ছিল। সেই শৈশব থেকেই মায়ের অভাব পূরণ করার চেষ্টা করেছেন তার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মাধ্যমে। কিন্তু শেখ হাসিনাকে কাছ থেকে দেখার পর, তার মধ্যে যেন মায়ের চেহারার প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন তিনি।

নুর বলেন, “আমি অনেকক্ষণ চেয়ে থেকেছি। আজকে মনে হয়েছে, তার মধ্যে আমার মায়ের ছায়া পেয়েছি। এজন্যই হয়তো অনেকেই তাকে নানা উপাধিতে ভূষিত করেন।”

তিনি আরও বলেন, শেখ হাসিনার ব্যক্তিত্ব শুধু একজন প্রধানমন্ত্রীর গণ্ডিতেই সীমাবদ্ধ নয়— তিনি একজন সাধারণ মায়ের ভূমিকা থেকেও অনুপ্রেরণা হয়ে উঠেছেন। ছোট শিশুদের কোলে নেওয়া, সাধারণ মানুষের সঙ্গে সহজ ব্যবহার—এসবই তাকে আলাদা করে তোলে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তার নেতৃত্বের গুণাবলী ও সংগ্রামের ইতিহাসও তুলে ধরেন তিনি।

নুর উল্লেখ করেন, তার পরিবার আওয়ামী লীগপন্থী হলেও তাকে জামায়াত-শিবির ঘেঁষা হিসেবে চিহ্নিত করার অপপ্রচার চালানো হয়েছে। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু ভালোবাসা আর আবেগে অনেক কিছুই ভুলে গেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

তিনি আরো জানান, ছোটবেলায় একটি গান শুনে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল তার। গানটি ছিল, “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি, তাহলে আমরা পেতাম জাতির পিতা, বিশ্বপিতা, মহান নেতা।”

নুর বলেন, “আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখে মনে হয়েছে— আমি যেন আমার মায়ের মুখ দেখছি। আমি তার কাছে সালাম জানাতে চেয়েছিলাম, কিন্তু নিরাপত্তাজনিত কারণে পিছিয়ে এসেছি।”

এই ভিডিওর মাধ্যমেই ইলিয়াস হোসেন দাবি করছেন, শেখ হাসিনার ছেলে এখনো দেশে রয়েছেন। ভিডিওটির পুনরায় শেয়ার এবং আলোচনার মাধ্যমে এটি নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=HZF9Z83ZcOk

এম.কে.

আরো পড়ুন  

×