ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বিশ্বকাপ বাছাইয়ের দলে জায়গা হয়নি নেইমার-রদ্রিগোর

ব্রাজিলকে বিশ্বচ্যাম্পিয়ন করতে চান আনচেলত্তি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:৩৭, ২৮ মে ২০২৫

ব্রাজিলকে বিশ্বচ্যাম্পিয়ন করতে চান আনচেলত্তি

ব্রাজিল দল ঘোষণা করছেন কোচ কার্লো আনচেলত্তি

বর্তমানে ব্রাজিল ফুটবলে আলোচনার কেন্দ্র্রবিন্দুতে পরিণত হয়েছে নতুন কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে। সময়োপযোগী সিদ্ধান্ত, বিচক্ষণতা ও কঠিন সময়ে ঠান্ডা মাথায় সামাল দেওয়ার জন্য বিখ্যাত রিয়ালের সাবেক এই কোচ। দলে যোগ দিয়ে ব্রাজিলকে চ্যাম্পিয়নস করার কথা জানিয়েছেন তিনি। তবে আনচেলত্তির নাগাল পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। তিনি কোচ হয়ে আসার আগেই অস্কার এবং নেইমার জুনিয়রকে নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গিয়েছিল দেশটির গণমাধ্যমে। কিন্তু প্রথম স্কোয়াডে কাউকেই রাখলেন না বিশ^বিখ্যাত এই কোচ।
ব্রাজিলে কোচিং ক্যারিয়ারের প্রথম দিনে মাঠে নেমেই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ১০ জুন পরের ম্যাচে প্যারাগুয়েকে আতিথ্য দেবে ভিনিসিয়ুসরা। আর এই দলে নেই ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। পেশীর ইনজুরি কাটিয়ে সান্তোস ক্লাবের হয়ে শেষ দুটি ম্যাচ খেলেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে তিনি জাতীয় দলের বাইরে রয়েছে। ওই সময় তিনি বাঁ পায়ের এসিএল ও মেনিসকাস ইনজুরিতে পড়েন। 
নেইমারের সঙ্গে আনচেলত্তির প্রথম স্কোয়াডে রাখা হয়নি রিয়াল তারকা রদ্রিগো গোজকে। তবে আরেক সাবেক রিয়াল তারকা ক্যাসেমিরোকে ফেরানো হয়েছে স্কোয়াডে। ৩৩ বছর বয়সী মিডফিল্ডার প্রায় এক বছর পর ফিরলেন জাতীয় দলে। পাঁচবারের বিশ^কাপজয়ীদের স্কোয়াডে লিও ওস্তিজ, ভ্যান্ডারসনদের পাশাপাশি মিডফিল্ডের প্রায় প্রত্যেকেই তরুণ মুখ।
রিও ডি জেনিরোতে কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদ তাঁর আগমনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘স্বাগত, কার্লো আনচেলত্তি। এখন ব্রাজিলই আপনার ঘর।’
বিশ^কাপে ব্রাজিলকে দলকে চ্যাম্পিয়নস করার বিষয়ে আনচেলত্তি বলেন, ‘বিশ্বের সেরা দলের দায়িত্ব পে আমি গর্বিত। আমার সামনে অনেক বড় কাজ, আশা করি ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে।’ নেইমারকে দলে না রাখার ব্যাখ্যায় তিনি বলেন, ‘যারা ছন্দে আছে আমি সেসব খেলোয়াড়দের বাছাই করার চেষ্টা করেছি। নেইমার সম্প্রতি ইনজুরিতে ছিলেন। সবাই জানে নেইমার ব্রাজিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে সবসময়ই সবার পরিকল্পনায় আছে এবং থাকবে।’

×