ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ, সম্ভাব্য একাদশে নতুন চমক

প্রকাশিত: ১২:২৭, ২৮ মে ২০২৫

পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ, সম্ভাব্য একাদশে নতুন চমক

ছবিঃ সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক সিরিজ হারের রেশ কাটতে না কাটতেই ফের নতুন চ্যালেঞ্জে নামছে বাংলাদেশ। আজ (২৮ মে) শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচের আগের দিনই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন টাইগাররা। ব্যাটিং অনুশীলনে ব্যস্ত ছিলেন শান্ত, লিটন, হৃদয়রা। নতুন পেস বোলিং কোচ শন টেইটের অধীনে বোলিং অনুশীলন করেছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। নিজেদের প্রস্তুত করতেই ব্যস্ত ছিল পুরো দল।

তবে প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে সফরকারীরা, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সম্ভাব্য একাদশে বেশ কিছু নতুন মুখের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। ইনিংসের সূচনায় দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমকে। এরপর ব্যাটিং অর্ডারে থাকতে পারেন লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক ও শামীম পাটোয়ারি।

পেস আক্রমণে শরিফুল, তানজিম ও হাসান মাহমুদকে নিয়েই সাজানো হতে পারে ত্রয়ী পেস ইউনিট। স্পিন বিভাগে শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন হতে পারেন দলের মূল ভরসা।

 বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

পাকিস্তানের মাটিতে কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজের শুরুতেই জয় তুলে নিতে মরিয়া টাইগাররা কী চমক দেখাতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

আলীম

×