
ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে বাসার মেয়ের দিকে তাকানোর অপরাধে গুলি করে হত্যা করা হয়েছে।
তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। রিউমর স্ক্যানার জানায়, ভিডিওটি মালয়েশিয়ার ঘটনা নয়, বরং ব্রাজিলের মানাউশ শহরের একটি পুরনো হত্যাকাণ্ডের। ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম Portal Tucumã-র ২০২৪ সালের ২৮ জুনের প্রতিবেদনে এই ভিডিও প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির নাম লুকাস পেরেইরা, যিনি ‘ওলহাও’ নামে পরিচিত ছিলেন।
ঘটনাটি মানাউশের দক্ষিণ অংশের নভো আলেক্সো পাড়া এলাকার পেনেট্রাসিওন ২ সড়কে ঘটেছিল। লুকাস পেরেইরাকে আমাজোনাসের সন্ত্রাসী গোষ্ঠী ‘প্রাইমিরো কমান্ডো দা ক্যাপিটাল’ (PCC) সদস্যরা হত্যা করে। যদিও হত্যার কারণ স্পষ্ট না, প্রতিবেদনে বলা হয়েছে লুকাস মাদকাসক্ত ছিলেন এবং মাদক ব্যবসায় জড়িত থাকার সম্ভাবনা ছিল।
অন্যদিকে, আরেক গণমাধ্যম Actualidad Viral এর বরাতে রিউমর স্ক্যানার জানায়, ২০১৫ সালে লুকাস মাদক বহনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এবং ২০১৭ সালে মুক্তি পান। ২০২৪ সালে আবারও মাদক চোরাচালানে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের সময়ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তার এই হত্যাকাণ্ড মাদক চোরাকারবারিদের মধ্যে চলমান সংঘর্ষের অংশ বলে ধারণা করা হয়।
সুতরাং, ভাইরাল হওয়া ভিডিওটি মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার নয়, এটি ব্রাজিলের পুরনো এক হত্যাকাণ্ডের ভিডিও।
সূত্র: রিউমর স্ক্যানার।
রাকিব