ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ত্রাণের নামে আতঙ্ক ছড়াল গাজায়—কে বাঁচাবে ক্ষুধার্ত মানুষকে?

প্রকাশিত: ০২:১৮, ২৮ মে ২০২৫

ত্রাণের নামে আতঙ্ক ছড়াল গাজায়—কে বাঁচাবে ক্ষুধার্ত মানুষকে?

ছবি: সংগৃহীত

দক্ষিণ গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় গড়ে তোলা একটি ত্রাণ বিতরণকেন্দ্রে হঠাৎ ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কয়েক হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি সহায়তা পাওয়ার জন্য হুড়োহুড়ি করে ঢুকে পড়ে ত্রাণকেন্দ্রটিতে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নেয় যে, সেখানে দায়িত্বে থাকা মার্কিন নিরাপত্তা ঠিকাদাররা তড়িঘড়ি করে পিছু হটে যায় এবং পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি সেনারা আকাশে গুলি ছোড়ে।

ক্ষুধায় জর্জরিত মানুষেরা ত্রাণের বাক্স ছিনিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে। খাদ্য, পানি ও প্রয়োজনীয় সামগ্রীর জন্য হাহাকাররত মানুষের এই দৃশ্য গাজার মানবিক বিপর্যয়ের গভীরতা আরও স্পষ্ট করে তুলেছে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, বিশৃঙ্খলার মধ্যে একে অপরকে ঠেলে, ধাক্কা দিয়ে খাদ্যসামগ্রী ছিনিয়ে নিচ্ছে অনেকে। মার্কিন ও ইসরায়েলি সমর্থনে পরিচালিত কেন্দ্রটির নিয়ন্ত্রণ দ্রুত ভেঙে পড়ে, যা স্থানীয় পরিস্থিতির ভয়াবহতারই প্রতিফলন।

গাজায় চলমান সংঘাত ও অবরোধের প্রেক্ষাপটে এমন দৃশ্য নতুন নয়, তবে এই ত্রাণকেন্দ্রকে কেন্দ্র করে সহিংস বিশৃঙ্খলা আরও একবার আন্তর্জাতিক মহলকে মনে করিয়ে দিল—এ অঞ্চলে এখনো খাদ্য, পানি ও নিরাপত্তার মৌলিক চাহিদা রীতিমতো জীবন-মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

 দৃশ্যের ভিডিও দেখুন এখানে ক্লিক করুন

এসএফ

×