
ইগা সুইয়াটেক ও ইমা রাদুকানু (ডানে)
প্রত্যাশিত জয়ে ফ্রেঞ্চ ওপেন শুরু করেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, ইগা সুইয়াটেক, জেলেনা ওস্টাপেঙ্কা ও এমা রাদুকানুর মতো তারকা। ছেলেদের এককেও দাপট দেখিয়েছেন কার্লোস আলকারাজ, জানিক সিনাররা। দ্বিতীয় রাউন্ডে আজ বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছেন রাদুকানু ও সুইয়াটেক। আজারেঙ্কার প্রতিপক্ষ সোফিয়া কেনিন। এলিনা সিতোলিনার সঙ্গে লড়বেন এনা বোন্ডার। আর জেসমিন পাওলিনির প্রতিপক্ষ আজলা টমজার্ভিস।
ফ্রেঞ্চ ওপেনের ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন রোলাগারোয় জিতেছেন চারটি গ্র্যান্ডস্ল্যাম। কিন্তু গত এক বছরে খারাপ পারফরম্যান্সের জেরে পিছিয়ে পড়েন র্যাঙ্কিংয়ে। এ বার পঞ্চম বাছাই এই পোলিশ তারকা ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন স্লোভাকিয়ান রেবেকা স্রামকোভাকে। আর চিনের ওয়াসুর বিপক্ষে রাদুকানুর জয় ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে।
দ্বিতীয় রাউন্ডে আজ এরিনা সাবালেঙ্কার প্রতিপক্ষ তেইচিম্যান। রাশান ক্যামেলিয়া রাখিমোভাকে ৬-১, ৬-০ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বেলারুশ তারকা নাম্বার ওয়ান। নারী এককের প্রথম রাউন্ডে ব্রিটেনের জেকব ফার্নলি ৭-৬, ৬-৩, ৬-২ এ ছিটকে দিয়েছেন ওয়ারিঙ্কাকে। মেয়েদের দশ নম্বর বাছাই পাওলা বাদোসা ৬-৭, ৬-১, ৬-৪ হারিয়েছেন জাপানি তারকা ওসাকাকে। বাদোসার বয়ফ্রেন্ড স্তেফানোস সিসিপাস ৭-৫, ৬-৩, ৬-৪ হারিয়েছেন টমাস এতচেভেরিকে। টেলর ফ্রিৎজ চার সেটের ম্যাচে হেরেছেন ড্যানিয়েল আল্টমাইয়ারের কাছে।
ছেলেদের এককে ইতালির জিউলিও জপ্পিয়েরিকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়েনে দু’নম্বর বাছাই আলকারাজ। সহজে জিতলেও গতবারের চ্যাম্পিয়ন স্প্যানিশ তারকা চারটি ডাবল ফল্ট করেছেন, প্রথম সার্ভও দুর্দান্ত ছিল না। এছাড়া জয় পেয়েছেন ক্যাস্পার রুড, হোলগার রুনে, সেবাস্তিয়ান কোর্দা, আলেক্সেই পপিরিন, বেন শেল্টন, নুনো বোর্জেসরা।
নাদালের অনুপস্থিতে ফ্রেঞ্চ ওপেনে এবার আধিপত্যের দৌড়ে আছেন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ, তরুণ ইয়ানিক সিনার ও অভিজ্ঞ নোভাক জোকোভিচ।