ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

চ্যাম্পিয়ন মোহামেডান আবাহনী রানার্সআপ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:৩৫, ২৮ মে ২০২৫

চ্যাম্পিয়ন মোহামেডান আবাহনী রানার্সআপ

চ্যাম্পিয়ন মোহামেডানকে গার্ড অব অনার প্রদান করে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব

পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বিপিএলের ২০২৪-২৫ মৌসুমের। ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব আগেই শিরোপা নিশ্চিত করেছিল। শেষ ম্যাচেও বিশাল জয়ে মিশন সম্পন্ন করেছে সাদা-কালোরা। অন্যদিকে শেষ দিনে রানার্সআপ হওয়া নিশ্চিত হয়েছে ঢাকা অবাহনীর। যে কারণে এএফসি চ্যালেঞ্জ লিগের আশা জিইয়ে রেখেছে ধানমন্ডি পাড়ার দলটি। 
আগেই লিগ শিরোপা নিশ্চিত করা মোহামেডান মঙ্গলবার বিশাল ব্যবধানে জিতেছে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে সুলেমানে দিয়াবাতের হ্যাটট্রিকসহ পাঁচ গোলে ভর করে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৬-১ ব্যবধানে উড়িয়ে আসর শেষ করেছে সাদাকালো জার্সিধারীরা। ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে চ্যাম্পিয়নরা। ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে আবাহনী। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় বসুন্ধনা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের পরের আসরে আবাহনীর খেলার সুযোগ নির্ভর করবে মোহামেডানের লাইসেন্স পাওয়া, না পাওয়ার ওপর।
 শেষ দিনে লিগের চার ম্যাচে গোল হয়েছে ২৩টি। এর মধ্যে তিন হ্যাটট্রিক। মোহামেডানের অধিনায়ক মালির সুলেমান দিয়াবাতে হ্যাটট্রিকসহ পাঁচ গোল, রহমতগঞ্জের ঘানার ফরোয়ার্ড বোয়েটেং ও কিংসের ফরোয়ার্ড শেখ মোরসালিনের একটি করে হ্যাটট্রিক রয়েছে। কুমিল্লায় ঢাকা আবাহনী ৩-০ গোলে ব্রাদার্সকে, মুন্সীগঞ্জে রহমতগঞ্জ ৪-১ গোলে পুলিশকে এবং কিংস অ্যারেনায় ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-৩ গোলে হারিয়েছে স্বাগতিক কিংস। দলবদল নিয়েই ছিল শংকা। মৌসুমে খেলাটাও ছিল অনিশ্চিত। সেই ঢাকা আবাহনীই প্রিমিয়ার লিগে রানার্সআপ হল।

ড্র করলেই রুপালি ট্রফিটা নিশ্চিত হত। তবে জিতে ৩৫ পয়েন্ট নিয়ে ট্রফিটা নিশ্চিত করেছে তারা। এখন তারা অপেক্ষায় এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার অপেক্ষায়। লিগে মোহামেডান চ্যাম্পিয়ন হলেও চ্যালেঞ্জ লিগে খেলতে ক্লাব লাইসেন্সিংয়ের আবেদন করেছে আকাশী হলুদরাও। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। তার কথা, ‘গত ২৫ এপ্রিল ছিল লাইসেন্সিং আবেদন করার শেষ দিন। আমরা সেটা করেছি। তাই রানার্সআপ হওয়ার সুবাদে ওই লিগে খেলার প্রত্যাশায় রয়েছি।’
লিগ শিরোপা আগেই নিশ্চিত হয়েছিল মোহামেডানের। তাই শেষ তিনটি ম্যাচ ছিল তাদের কেবলই আনুষ্ঠানিকতার। তবে কাল গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে লিগে নিজেদের শেষ ম্যাচে ফকিরেরপুল ইয়াংম্যান্সকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ছেড়েছে সাদা কালোরা। দলের হয়ে অধিনায়ক সুলেমান দিয়াবাতে একই হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেন। এ নিয়ে লিগে দিয়াবাতের ১৯ গোল। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ ৪-১ গোলে হারিয়েছে পুলিশকে। দলের হয়ে স্যামুয়েল বোয়েটেং হ্যাটট্রিক করেন। এ নিয়ে ২১ গোল করে গোল্ডেন বুট জয় নিশ্চিত করেছেন এই ঘানাইয়ান। বিষয়টি নিশ্চিত করেছেণ দলের কোচ কামাল বাবু। ৩০ পয়েন্ট নিয়ে লিগে চতুর্থ হয়েছে পুরান ঢাকার ক্লাবটি।
কিংস অ্যারেনায়ও হ্যাটট্রিক হয়েছে। শেখ মোরসালিনের হ্যাটট্রিকের সুবাদে স্বাগতিকরা ৫-৩ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। এই জয়ে ৩২ পয়েন্ট নিয়ে প্রথমবার লিগ টেবিলের তৃতীয় হয়েছে কিংস। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর (৩ পয়েন্ট) সঙ্গে চ্যাম্পিয়নশিপ লিগে অবনমন নিশ্চিত হয়েছে ঢাকা ওয়ান্ডারার্সেরও (১০ পয়েন্ট)।

×