ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

জমি ক্রয়ে যে ৩টি ভুলের কারণে হারাতে পারেন নিজ জমি

প্রকাশিত: ০১:৫০, ২৮ মে ২০২৫

জমি ক্রয়ে যে ৩টি ভুলের কারণে হারাতে পারেন নিজ জমি

ছবি: সংগৃহীত

জমি ক্রয়ে ভুলের কারণে দলিল থেকেও জমি হারানোর ৩টি প্রধান কারণ:

১. দলিলে ভুল দাগ নম্বর ও চৌহর্দি (সীমানা):

দলিল রেজিস্ট্রির সময় অনেক সময় ভুলভাবে দাগ নম্বর এবং চৌহর্দি উল্লেখ করা হয়। এই ভুল দাতার চাতুরতা, দলিল লেখকের অসতর্কতা বা গ্রহীতার অবহেলা থেকে হতে পারে। দলিলে ভুল দাগ ও চৌহর্দি থাকলে সেই সম্পত্তির উপর আইনগত অধিকার পাওয়া যায় না, এমনকি জমি দখল বা নামজারি করাও যায় না।

২. অবিভক্ত ওয়ারিশি সম্পত্তির পুরোটা ক্রয় করা:

যদি দাতার নামে দলিলে ৫০ শতাংশ লেখা থাকলেও বাস্তবে তার মালিকানা ১০-১৫ শতাংশ হয়, তবে বাকি অংশে নামজারি হবে না।

কারণ, অবিভক্ত জমিতে অন্য ওয়ারিশদেরও অংশ থাকে, যারা বিক্রয় করে নি।

৩. আওয়াজ বদলের মাধ্যমে ভুল হস্তান্তর:

ওয়ারিশি জমি বিনিময়ের সময় যদি সব ওয়ারিশের সম্মতি ও স্বাক্ষর না থাকে, তাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। কোন ব্যক্তি নিজের মালিকানার বেশি জমি বিনিময় বা বেচাকেনা করলে, পরবর্তীতে অন্য ওয়ারিশরা আইনি দাবি তুলতে পারেন।

সমাধান ও করণীয়:

* জমি কেনার আগে সরজমিনে গিয়ে চৌহর্দি যাচাই করুন।

* দলিলের দাগ নম্বর ও অন্যান্য তথ্য মিলিয়ে নিন।

* সব ওয়ারিশদের থেকে নাদাবি সনদ (প্রত্যাখ্যান সনদ) সংগ্রহ করুন।

* অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দলিলটি পড়িয়ে বুঝে তারপর রেজিস্ট্রি করুন।

* অবিভক্ত জমি কিনলে সংশ্লিষ্ট ওয়ারিশদের সাথে আলোচনা করে কিনুন।

সূত্র: https://youtu.be/T2QXbcgueAA?si=TYq4CIrE2gJ_Hk4j

আসিফ

×