ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ফৌজদারি মামলা থাকলে বিদেশে যাওয়া যাবে কিনা? যা বললেন ব্যারিস্টার তাসমিয়া আঞ্জুম

প্রকাশিত: ০৫:২৮, ২৮ মে ২০২৫; আপডেট: ০৫:২৯, ২৮ মে ২০২৫

ফৌজদারি মামলা থাকলে বিদেশে যাওয়া যাবে কিনা? যা বললেন ব্যারিস্টার তাসমিয়া আঞ্জুম

ছবি: প্রতীকী

‘ফৌজদারি মামলায় অভিযুক্ত অবস্থায় বিদেশ যাওয়া সম্ভব কিনা’ এই প্রশ্নের উত্তর দিয়েছেন ব্যারিস্টার তাসমিয়া আঞ্জুম। এক ভিডিও বক্তব্যে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন—কোন কোন শর্তে ফৌজদারি মামলায় জামিনপ্রাপ্ত ব্যক্তি দেশের বাইরে যেতে পারেন।

বিদেশ যাওয়ার অনুমতি কারা পাবেন?

ব্যারিস্টার তাসমিয়া জানান, যদি অভিযুক্ত ব্যক্তি জামিনে থাকেন এবং জামিনের শর্তে বিদেশযাত্রায় কোনো বাধা না থাকে, তাহলে তিনি বিদেশে যেতে পারবেন। তবে যদি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকে বা তিনি জামিনে না থাকেন, সেক্ষেত্রে তিনি ইমিগ্রেশনে আটকে যেতে পারেন। বিদেশ যাওয়া তখন সম্ভব নয়।

আবার যদি জামিন আদেশে বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকে অথবা পাসপোর্ট জব্দের নির্দেশ থাকে, তাহলে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যাওয়া যাবে না বলে জানান ব্যারিস্টার তাসমিয়া আঞ্জুম।

আদালতের অনুমতির জন্য কী করতে হবে?

আদালতের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে—

  • কেন বিদেশে যাচ্ছেন,
  • কতদিন থাকবেন,
  • এবং কবে ফিরে আসবেন,

এসব তথ্য জানিয়ে আদালতের অনুমতি চাইতে হবে এবং নিজের জিম্মায় পাসপোর্ট নেওয়ার আবেদন করতে হবে।

বিদেশে থাকাকালে কীভাবে আদালতে হাজিরা?

  • বিদেশে থাকলেও মামলায় নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দিতে হবে।
  • যদি নিজে উপস্থিত থাকতে না পারেন, তাহলে আইনজীবী অভিযুক্ত ব্যক্তির হয়ে হাজিরা দিয়ে হাজিরা মওকুফের আবেদন করতে পারেন।
  • তবে এক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে নির্ধারিত দিনে আপনার আইনজীবী সময়মতো হাজিরা দিয়েছেন, না হলে জামিন বাতিল হয়ে যেতে পারে।

 

সূত্র: https://www.youtube.com/shorts/nfy6z8tDtfo

রাকিব

×