
ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য ও দৈনিক জনবাণী পত্রিকার সাংবাদিক মো. সাইফুল ইসলাম তরফদার এবং তৃতীয়মাত্রার সাংবাদিক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে বিএনপি নেতা একেএম শমসের আলী কর্তৃক দায়ের করা এক কোটি টাকার মানহানি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফুলবাড়িয়া প্রেস ক্লাব।
সোমবার (২৬ মে) সন্ধ্যায় ফুলবাড়িয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় নেতৃবৃন্দ জানান, এই মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। এটি সাংবাদিকদের কণ্ঠরোধ করার একটি অপচেষ্টা। তারা দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং জানান, দাবি মানা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, গত ১৯ মে ২০২৫ ইং তারিখে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে স্থানীয় বাজারে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তৌসিফ ইবনে মান্নানের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলীর ছবি সম্বলিত প্লেকার্ড বহন করেন। অনেকেই মানববন্ধনের লাইভ সম্প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয় সাংবাদিকরা ঘটনাটি নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন।
তবে এসব কর্মকাণ্ডের পর গত ২৪ মে শমসের আলী ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলী আদালতে সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার ও মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
জরুরি সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আবুল কালাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম। সভায় কার্যনির্বাহী কমিটির ১৪ জন সদস্য বক্তব্যে মামলাটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও হয়রানিমূলক বলে আখ্যা দেন। তারা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান।
সভায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও মামলার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চার সদস্যবিশিষ্ট একটি মামলা তদারকি কমিটি গঠন করা হয়। পাশাপাশি জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এম.কে.