ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

আলহামদুলিল্লাহ! সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গিয়েছে: আজহারী

প্রকাশিত: ০০:৪৩, ২৮ মে ২০২৫

আলহামদুলিল্লাহ! সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গিয়েছে: আজহারী

ছবি: সংগৃহীত।

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে ৫ জুন হবে আরাফাতের দিন। দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায়। 

এই ঘোষণাকে কেন্দ্র করে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। তিনি লেখেন— “আলহামদুলিল্লাহ! সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল ২৮শে মে— জিলহজের প্রথম দিন। ৫ই জুন, বৃহস্পতিবার— পবিত্র হজ তথা আরাফাত দিবস এবং ৬ই জুন, জুমাবার— ঈদুল আযহা। আল্লাহ তাআলা সকল হাজিকে হজ্জে মাবরুর নসিব করুন।”

প্রসঙ্গত, হজ হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রতিবছর বিশ্বের লাখ লাখ মুসলিম পবিত্র কাবা শরিফে সমবেত হয়ে হজ পালন করেন। আর ঈদুল আজহা মুসলিম উম্মাহ-র জন্য একটি আত্মত্যাগ ও ভ্রাতৃত্বের মহান উপলক্ষ।

চাঁদ দেখার এ ঘোষণার পর থেকেই সারা মুসলিম বিশ্বে ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়ে গেছে। বাংলাদেশসহ অনেক দেশ সৌদি আরবের অনুসরণে ঈদ উদযাপনের দিন নির্ধারণ করে থাকে।

নুসরাত

×